জাতীয়

দেশে বেকারের সংখ্যা ২৬ লাখ ৩০ হাজার

দিনে দিনে দেশে বেকারের সংখ্যা কমে গেছে। পাঁচ বছর আগেও দেশের বেকার সংখ্যা ছিল ৭০ হাজার কমে ২৬ লাখ জন দাঁড়িয়ে আছে। বেকারত্বের এ হার শ্রমশক্তির ৩.৬ শতাংশ। এই বেকারদের মধ্যেও পুরুষের সংখ্যা ১৬ লাখ ৯০ হাজার আর বেকার নারীদের সংখ্যা হচ্ছে ৯ লাখ ৪০ হাজার।

এ বিশাল জনগোষ্ঠীর সপ্তাহে এক ঘন্টা কাজ করার সুযোগ পান না বলে জানিয়েছেন গণমাধ্যম। বেকারত্বের এ হিসাব আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মানদণ্ড অনুযায়ী করা হয়েছে। আইএলও মনে করে, সপ্তাহে এক ঘণ্টা কাজ না করলে ওই ব্যক্তি বেকার হিসেবে গণ্য হবে।

আরো পড়ুন: জেগেছে ৪৮ হাজার বছরের প্রাচীনতম জম্বি ভাইরাস! আবারো কি নতুন মহামারি দেখতে চলছে বিশ্ব?

একটি পরিসংখ্যানে প্রতিবেদনে জানা যায়, চাকরি ও ব্যবসার উদ্দেশ্য কাজ করছেন ৮০ ভাগ মানুষ। অন্য একটা জরিপে জানানো হয়,দেশের শ্রমবাজারে থাকা মোট মানুষের সংখ্যা ৭ কোটি ৩৪ লাখ। ৫ বছর আগে যা ছিল ৬ কোটি ৩৩ লাখ।

বাংলাদেশেসহ বিশ্বের সকল খবর সবার আগে জানতে অনুলিপির সাথেই থাকুন।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।