এবার জেমস ওয়েবের টেলিস্কোপে দেখা গেল ছায়াপথের ‘কঙ্কাল’!

মার্কিন মহাকাশ সংস্থা নাসা’র অন্যতম বহু আলোচিত একটি টেলিস্কোপ হলো জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। ইতোমধ্যে এই জেমস ওয়েব টেলিস্কোপ একের পর এক মহাকাশের দুর্লভ ছবিই প্রকাশ করছে। আর তারই ধারাবাহিকতায় এবার জেমস ওয়েব টেলিস্কোপ প্রকাশ করলো আইসি ৫৩৩২ ছায়াপথের মহাজাগতিক ‘কঙ্কাল’। এই ছায়াপথের অবস্থান পৃথিবী হতে প্রায় ২৯ মিলিয়ন বা ২ কোটি ৯০ লাখ আলোকবর্ষ দূরে।
এই আইসি ৫৩৩২ আকার মিল্কিওয়ের চেয়ে কিছুটা ছোটো। জেমস ওয়েব টেলিস্কোপের তোলা ছবিতে আইসি ৫৩৩২-এর এক রঙিন ছবি দেখা যাচ্ছে। একেবারে এই ছায়াপথের ভেতরের আলোর ঝলকানি সবই ধরা পড়েছে জেমস ওয়েবের ক্যামেরায়। পৃথিবীবাসী আরও এক মহাজাগতিক রঙি জলের ঘূর্ণিপাকের সাক্ষী হলো।
উল্লেখ, এই জেমস ওয়েব বিশ্বের সবচেয়ে শক্তিশালী টেলিস্কোপ। যেটি ২০২১ সালে সফলভাবে মহাকাশে প্রেরণ করে। ১০ বিলিয়ন ডলারের নাসার ফ্ল্যাগশিপ মিশনখ্যাত জেমস ওয়েব স্পেস টেলিস্কোপটি হাবল টেলিস্কোপের উত্তরসূরি। ২০২১ সালের ২৫ ডিসেম্বর এটি মহাকাশে পাঠানো হয়।
এই টেলিস্কোপ এর আগে মহাকাশে নক্ষত্রের ঝলকানি, ১৩০০ কোটি বছর আগের মহাবিশ্বের ছবি, কালচে হলুদ বৃহস্পতির ছবি পাঠিয়েছে পৃথিবীতে। এর দ্বারা সূর্যের একবারের ভেতরের চিত্রও দেখা গেছে। আর এবার দেখা গেল মহাকাশ বিজ্ঞানীদের বহুল আগ্রহের আইসি ৫৩৩২ ছায়াপথের একেবারে কাছের ছবি।
টেলিস্কোপের পাঠানো ওই ছবিতে আইসি ৫৩৩২-এর পেছনে লুকানো গ্যালাক্সিগুলোও ধরা দিয়েছে তারার মতো। এদের আলোর ঝলকানি দেখা যাচ্ছে স্পষ্ট। ছায়াপথের প্রতিসাম্য বাহুগুলো তাদের মধ্যবর্তী অঞ্চলগুলোতে থাকা তারা এবং গ্যাসের জন্যও উজ্জ্বল হয়ে ওঠে। এই আলোগুলো ছিল অতিবেগুনী রঙের।
আইস ৫৩৩২ এর ‘কঙ্কালসার’ বাহুগুলো স্পষ্টভাবে উঠে এসেছে ওয়েবের তোলা ছবিতে। এ টেলিস্কোপের ‘মিড-ইনফ্রারেড ইনস্ট্রুমেন্ট (এমআইআরআই)’ সেন্সর মহাজাগতিক বস্তুগুলোকে বিশেষ তরঙ্গদৈর্ঘ্যে দেখতে পারে।