অর্থনীতিজাতীয়ব্যবসা-বাণিজ্যসন্দেশ

এবার দুর্গাপূজায় ভারতে যাবে ২ হাজার ৪৫০ টন ইলিশ!

সামনেই আসছে দুর্গাপূজা। আর এই দুর্গাপূজা উপলক্ষে সরকার ৪৯ প্রতিষ্ঠানকে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়, এই প্রতিষ্ঠাগুলোর প্রত্যেকটি প্রতিষ্ঠানকে প্রায় ৫০ মেট্রিক টন করে ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে।

গত রবিবার (৪ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি-২ শাখা হতে চিঠি পাঠানো হয়েছে আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রককে। চিঠিতে উল্লেখ রয়েছে— ‘আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ইলিশ মাছ রপ্তানি বিষয়ে প্রাপ্ত আবেদনগুলো যাচাই-বাছাই করে শর্তসাপেক্ষে ৪৯ প্রতিষ্ঠানকে নির্ধারিত পরিমাণ ইলিশ মাছ ভারতে রপ্তানির অনুমতি দেওয়া হলো। প্রতিটি প্রতিষ্ঠানকে ৫০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে।’

আরও পড়ুন# কমতে শুরু করেছে চালের দাম, বাজার স্থিতিশীল!

এই ইলিশ রপ্তানির শর্তে আরও উল্লেখ আছে, ২০২১-২০২৪ এর রপ্তানি নীতির আইন অনুসরণ করতে হবে এবং শুল্ক কর্তৃপক্ষ দ্বারা রপ্তানি করা পণ্যের কায়িক পরীক্ষা করাতে হবে। এছাড়াও প্রতিটি কনসাইনমেন্ট শেষে রপ্তানি সংক্রান্ত কাগজপত্র রপ্তানি-২ অধিশাখায় প্রদর্শন করতে হবে এবং কোনো মতেই অনুমোদিত পরিমাণের চেয়ে বেশি ইলিশ পাঠানো যাবে না।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।