এবার নারীরা ‘মাহরাম’ ছাড়াই হজে যেতে পারবেন: সৌদি হজ মন্ত্রী

এখন থেকে নারীরা ‘মাহরাম’ অর্থাৎ পুরুষ অভিভাবক ছাড়াই হজে যেতে পারবেন। সম্প্রতি এমনটাই ঘোষণা দিয়েছেন সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ড. তৌফিক আল-রাবিয়াহ। আর ইসলাম ধর্ম মতে যেসব পুরুষদের বিয়ে করা হারাম বা অবৈধ, কিন্তু দেখা করা বা দেখা দেওয়া জায়েয বা বৈধ তারাই মূলত মাহরাম।
গত সোমবার কায়রোতে সৌদি দূতাবাসে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ড. তৌফিক আল-রাবিয়াহ!
এই বিষয়ে মন্ত্রী বলেন, মক্কার গ্র্যান্ড মসজিদ সম্প্রসারণের খরচ ২০০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।
আর হজ ও উমরাহর খরচ কমাতে সৌদি আরব চেষ্টা করে যাচ্ছে। সেটাই উল্লেখ করে তিনি বলেন, খরচের সাথে বেশ কিছু বিষয় জড়িত।
তিনি আরও জানান, সম্প্রতি দুই পবিত্র মসজিদে হজ ও ওমরাহ যাত্রীদের সুবিধা দিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে৷ হচ্ছে ডিজিটালাইজেশনের কাজ।
তাছাড়াও মন্ত্রী ওমরাহ ভিসা নিয়ে বলেন, ভিসা দেওয়ার কোনো নির্দিষ্ট সংখ্যা নেই। যে কোনো দেশের মুসলিমরা যে কোনো ভিসায় এলেই ওমরাহ পালন করতে পারবে।