আন্তর্জাতিকলাইফস্টাইলসন্দেশস্বাস্থ্য ও লাইফস্টাইল

এবার প্রেম হলো গুগল ট্রান্সলেটরের মাধ্যমে!

প্রেম যেন কোনো বাধাই মানে না। তাইতো ভাষা, সংস্কৃতি, দেশ ভিন্ন হলেও এখন অহরহ এমন উদাহরণ। কিন্তু, যদি বলা হয় ভাষা না জানা দুই প্রেমিক প্রেমিকার প্রেম হয়েছে আর এর মাধ্যম হয়েছে গুগল ট্রান্সলেটর। অবাক হবার বিষয় হলেও সত্যি, এমনই এক ঘটনা ঘটেছে অস্ট্রেলিয়ার ম্যাথু হারবিজ ও কাজাখস্তানের ম্যাডিনা নামক এক যুগলের প্রেমে। তারা জানতেন না একে অপরের ভাষা। তাদের কথা বলার জন্য ব্যবহার করতো গুগল ট্রান্সলেটর

এই দুই প্রেমিক-প্রেমিকার ভৌগোলিক ব্যবধান পাঁচ হাজার মাইলেরও বেশি। তবে এর চেয়েও বড়ো ব্যবধান হয়ে দাঁড়ায় ভাষা। আর সেই প্রতিবন্ধকতাকেও জয় করেছেন এই প্রেমিক যুগল। জানা যায়, ২০১৮ সালে অস্ট্রেলিয়ায় ঘুরতে গিয়েছিল ম্যাডিনা। আর সেখানেই আলাপ হয় ম্যাথুর সাথে। যদিও তাদের প্রথম দেখাতে প্রেম হয়নি, তবে হয়েছিল বন্ধুত্ব।

এরপর ম্যাডিনা দেশে ফিরলেও তাদের মেসেজিং ঠিকই চলতো। একদিকে ম্যাডিনা জানতো না ইংরেজি ভাষা, অন্যদিকে ম্যাথুও জানতো না কাজাখ ভাষা। ফলে তারা দুইজনের কথা দুইজন বুঝার জন্য ব্যবহার করতো গুগল ট্রান্সলেটর। আর এভাবেই তাদের বন্ধুত্ব গড়ায় ভালোবাসায়। তারা প্রতি চার মাস অন্তর একে অপরের সাথে দেখা করতেন।

আরও পড়ুন# হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন কীভাবে শেয়ার করবেন?

তবে সমস্যা হয়ে দাঁড়ায় কোভিডের সময় লকডাউন। ফলে দীর্ঘদিন দেখা হয় না তাদের। এরপর, ২০২১ সালের মে মাসে অস্ট্রেলিয়ার ভিসা পায় ম্যাডিনা। অস্ট্রেলিয়ায় পৌঁছে দু-সপ্তাহ করোনার জন্য সরকারি ভাবে নিভৃতে থাকতে বাধ্য হন তিনি। এই গোটা সময়ে তার হোটেলের বাইরে দাঁড়িয়ে থাকতেন ম্যাথু।

এরপরই জুটি বাঁধার সিদ্ধান্ত নেন তারা এবং ২০২২-এ বিয়ে করেন তারা। ম্যাডিনা অস্ট্রেলিয়াতেই পাকাপাকিভাবে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। তাছাড়াও তাদের চরম বন্ধু গুগল ট্রান্সলেটরের ভরসাতেই এখন আর থাকতে আগ্রহী না তারা। দুইজনই একে অপরের পাশে আস্তে আস্তে শিখতে শুরু করেছে।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।