প্রযুক্তিবিজ্ঞান ও প্রযুক্তি

এবার বার্গার বানাচ্ছে বাবুর্চি রোবট!

সম্প্রতি যুক্তরাষ্ট্রের মিসো রোবোটিকস আবিষ্কার করলো নতুন এক রোবট। যে রোবট বাবুর্চির নেয় রেস্তোরাঁয় সকল কাজ করতে পারবে।

জানা যায়, ফ্লিপি নামক বাবুর্চি রোবটটি রেস্তোরাঁয় আসা অতিথিদের জন্য যেমন বার্গার বানাতে পারে, তেমনি ভাজতে পারে ফ্রেঞ্চ ফ্রাই। আবার চাইলে অন্য কোনো লোভনীয় পদও তৈরি করে দেয়।

আরও পড়ুন# খরচ কমাতে কর্মী ছাঁটাই ও বদলি করছে গুগল-মেটা!

এই বিষয়ে মিসো রোবোটিকস জানায়— রোবটটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি থাকায় সহজেই বুঝতে পারে খাবার ঠিকমতো ভাজা হয়েছে কিনা বা রান্না হয়েছে কিনা!

আর যেহেতু সঠিক সময়ে স্বয়ংক্রিয়ভাবে খাবার তেল থেকে তুলে বা চুলা হতে তুলে ফেলে, এরজন্য খাবারের মানও ভালো হয়। এই রোবটটি একটানা কাজ করতে সক্ষম এবং এটির সাহায্যে প্রতিদিন ৩০০ বার্গার তৈরির পাশাপাশি ফ্রেঞ্চ ফ্রাই ভাজা সম্ভব।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।