খবরবিনোদন জগৎ

এবার ভাইরাল হলো মিয়া খলিফার নতুন ভিডিয়ো!

সম্প্রতি ভাইরাল হলো সাবেক প’র্ন তারকা মিয়া খলিফার একটি নতুন ভিডিয়ো। উল্লেখ্য, মিয়া খলিফা বিভিন্ন সময় নানা কারণে এসেছেন আলোচনায়। তিনি মাঝে একবার নিজের বিয়ের ঘোষণা দিয়ে ছিলেন।

এমনকি প্রেমিক রবার্ট স্যান্ডবার্গের সাথে আংটি বদল হয়েছে, বিয়ের দিন কী পোশাক পরবেন এসবও জানিয়েছেন। কিন্তু এখনো বিয়ের পিঁড়িতে বসেননি এই তারকা।

অথচ, এর মধ্যেই আবার আলোচনায় আসলেন নতুন এক ভিডিয়োর প্রসঙ্গে। ভিডিয়োটিতে দেখা যায়, একটি রেস্টুরেন্টে বন্ধুদের সাথে খাবার খেতে বসেছেন তিনি। কিন্তু বিপত্তি ঘটে চিংড়ি মাছের খোসা ছড়াতে গিয়ে।

তিনি খোসা ছড়াতে গিয়ে চিংড়ির সস তার চোখে মুখে ছিটকে পরে। ফলে তিনি চিৎকার দেন। অন্যদিকে, এই কান্ড দেখে তার বন্ধুদের মধ্যে পরে হাসির রোল।

আরও পড়ুন# কনের বোনের গলায় মালা পরালেন বর, এরপর বিয়ের মণ্ডপেই ঘটল আজব ঘটনা!

আর এই ভিডিয়োটিই ভাইরাল হয়েছে। ভিডিওটি প্রকাশ হতেই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। অনেকে মজা করছেন এটি নিয়ে।

উল্লেখ্য, মিয়া খলিফা লেবাননের বৈরুতে জন্মগ্রহণ করেন। তবে তার আসল নাম মিয়া কালিস্তা। যে নাম তিনি পর্ন জগতে এসে বদলে ছিলেন। তিনি লেবাননে জন্ম নিলেও, তার শৈশন ও শিক্ষাজীবন কেটেছে যুক্তরাষ্ট্রে।

তিনি যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয় হতে ইতিহাসে স্নাতক করেন এবং স্নাতক শেষে একটি ফাস্টফুড রেস্তোরাঁয় কাজ শুরু করেন। আর সেখান হতেই এক ক্রেতা তাকে প’র্ন ছবির দুনিয়ায় যাওয়ার প্রস্তাব দেন। তবে তিনি অল্প কিছুদিন কাজ করেছেন এই দুনিয়ায়, এরপর নিজেকে এই জগৎ হতে সরিয়ে নেন।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।