অদ্ভুতুড়েপ্রযুক্তিবিজ্ঞান ও প্রযুক্তি

এবার রোবট হলো কোম্পানির সিইও!

সম্প্রতি একটি কোম্পানি তাদের সিইও পদে বসালেন এক রোবট। ঘটনাটি আশ্চর্যের হলেও সত্যি। চীনের মোবাইল গেম প্রস্তুতকারী প্রতিষ্ঠান নেটড্রাগন ওয়েবসফট এমনই এক অবাক করা ঘটনা ঘটিয়েছেন।

বিশ্বে এই প্রথম কোনো রোবট প্রতিষ্ঠানের সিইও। যার নির্দেশে চলবে মানুষ। উল্লেখ্য, হিউম্যানয়েড এই রোবটটির নাম ‘ট্যাং ইউ’। মিস ট্যাং ইউ ফুজিয়ান সিইও পদে নিয়োগের পর গত মাসে নেটড্রাগন ওয়েবসফটে তার কাজ শুরু করেছে।

এছাড়াও জানা যায়, এই রোবটটি প্রতিষ্ঠানটির দৈনন্দিন কর্মকাণ্ডের নানা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও সহায়তা করবে। ট্যাং ইউ ঝুঁকি-ব্যবস্থাপনা সিস্টেমকে আরও বেশি কার্যকরী করতে কাজ করবে।

আরও পড়ুন: এবার বাজারে আসছে আইফোন ১৪ সিরিজ!

গেম প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে— ট্যাং ইউ (রোবট) আর পাঁচজন সিইওর মতোই কাজ করবেন এবং তিনি সংস্থার ‘সাংগঠনিক ও দক্ষতা উন্নয়নের’ বিষয়েও নেতৃত্ব দেবেন। সহজ কথায়, এটা যে কেবল প্রতীকী নিয়োগ, এমন ভাবার কোনো জো নেই। এছাড়াও এই কাজটা হেলাফেলা করার মতোও নয়।

রোবটটিকে যে পদে নিয়োগ দেওয়া হয়েছে তা মোট ভ্যালুয়েশন ১০ বিলিয়ন মার্কিন ডলারের চেয়েও বেশি। এছাড়াও রোবটটি রিয়েল-টাইম ডেটা, যুক্তিসঙ্গত সিদ্ধান্ত, বিশ্লেষণমূলক পদক্ষেপ ইত্যাদির মাধ্যমে সংস্থার দৈনন্দিন পরিচালনার অংশ হিসেবে কাজ করবেন। অর্থাৎ, রোবটি একজন মানুষ সিইও এর মতোই সকল দায়িত্ব পালন করবেন।

এই বিষয়ে নেটড্রাগন ওয়েবসফটের প্রতিষ্ঠাতা ড. ডেজিয়ান লিউ বলেন,—আমরা বিশ্বাস করি এআই হচ্ছে কর্পোরেট ব্যবস্থাপনার ভবিষ্যৎ। কোম্পানির ভবিষ্যৎ কৌশলগত প্রবৃদ্ধির কথা মাথায় রেখে এ পদক্ষেপ নেয়া হয়েছে।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।