খেলাধুলাফুটবল

এল ক্লাসিকো’র মহারণে শেষ হাসি বার্সেলোনার!

অনুলিপি ডেস্ক:

পথ হারানো বার্সা যেনো ফিরতে শুরু করেছে পুরোনো রূপে। আর্থিক অনটনে মেসির মতো তারকাকে হারিয়ে একে একে জঘন্য বিপর্যয়ের মুখে পড়েছিল কাতালানরা। তবে সেই ধাক্কা সামলে দারুন প্রত্যাবর্তনের সুর দিয়েছে বার্সা।

ম্যাচের আগে ঘোষণা রাফিনহা দিয়েছিলেন, প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে গোল করতে চান তিনি। আর নিজের কথা রাখলেন এ ব্রাজিলিয়ান তারকা।

তার একমাত্র গোলেই রিয়ালের বিপক্ষে ১-০ গোলে জিতেছে বার্সেলোনা।

রোববার বাংলাদেশ সময় সকালে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে প্রীতি এল ক্লাসিকো ম্যাচে মুখোমুখি হয়েছিল বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ।

এদিন বার্সার জার্সিতে অভিষেক হয়েছে বায়ার্নের গোলমেশিন রবার্ট লেওয়ানডস্কির। ১২ নম্বর জার্সি পরে নামেন তিনি।  যদিও ৯ নম্বর নিয়ে নামার কথা ছিল।  কিন্তু তা হয়নি; কারণ বার্সার ৯ নম্বর জার্সি মেমফিস ডিপাইয়ের দখলে!

অভিষেক ম্যাচে লেওয়া আলো ছড়াতে পারেননি। তার বদলে আলো ছড়িয়েছেন বার্সেলোনার নতুন খেলোয়াড় রাফিনহা। ২৭ মিনিটে দলের একমাত্র গোলটি করেন।

নিজেদের বক্সের সামনে বল হারিয়ে বসেন রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার এডার মিলিতাও। তার বল গিয়ে পড়ে রাফিনহার পায়ে। বক্সের বাইরে থেকে তার দূরপাল্লার শটে পরাস্ত হন রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়া।

অবশ্য আরও গোল পেতে পারত বার্সা। কিন্তু রিয়ালের গোলরক্ষক থিবো কর্তোয়া যেভাবে প্রাচীর হয়ে দাঁড়ান, তাতে বার্সার একের পর এক আক্রমণ ব্যাহত হয়।

এক কথায় রিয়ালকে বড়ো লজ্জার হাত থেকে বাঁচিয়েছেন এ বেলজিয়ান তারকা।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।