ক্রিকেটখেলাধুলা

এশিয়া কাপের ফাইনালে আজ মুখোমুখি শ্রীলঙ্কা – পাকিস্তান!

গত মাসের ২৭ তারিখ শুরু হওয়া এশিয়া কাপের পর্দা নামবে আজ। প্রথমদিনের ম্যাচ খেলা শ্রীলঙ্কাই থাকবে আজ পর্দা নামানোর ম্যাচেও। শুরুর ম্যাচেই বড়সড় হোঁচট খাওয়া শ্রীলঙ্কা শেষ পর্যন্ত ধীরে ধীরে এসে পৌঁছিয়েছে ফাইনালে। তাদের সামনে আজ প্রতিপক্ষ হিসেবে থাকছে পাকিস্তান।

এর আগেও সুপার ফোরের শেষ ম্যাচে গত শুক্রবার (০৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টায় দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে লঙ্কানদের মোকাবিলায় মাঠে নেমেছিল বাবর বাহিনী। টসে হেরে ব্যাটিংয়ে নেমে সেদিন একেবারেই সুবিধা করতে পারেনি পাকিস্তান। ১৯.১ ওভারে ১২১ রান সংগ্রহ করতে সব উইকেট হারায় তারা।

আরও পড়ুন: ফাইনালের প্রতিপক্ষকে হেসেখেলে হারিয়ে দিলো শ্রীলঙ্কা!

দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ওপেনার পাথুম নিশাকার অর্ধ শতকে ৩ ওভার এবং ৫ টি উইকেট হাতে রেখেই ম্যাচ জিতে নেয় শ্রীলঙ্কা। সেই ম্যাচে প্রতিপক্ষকে একরকম পাত্তাই দেয়নি লঙ্কানরা।

এদিকে ইতিহাস আর পরিসংখ্যান বিবেচনায় লঙ্কানদের তুলনায় টি-টোয়েন্টিতে এগিয়ে আছে পাকিস্তান। দুই প্রতিপক্ষের ২২ বারের দেখায় ১৩ বার জিতেছে পাকিস্তান। তবে সবশেষ চার সাক্ষাতের সবগুলোতেই জয় পেয়েছে শ্রীলঙ্কাই। ২০১৯ সালে গাদ্দাফি স্টেডিয়ামে ৩ ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাবররা। এরপর গত পরশুর ম্যাচেও ভরাডুবি হয়েছে পাকিস্তানের।

তাই এই ম্যাচ আজ পরিসংখ্যান, ইতিহাসের চেয়ে বেশি নির্ভর করবে পরিস্থিতির ওপর। ট্রফি দখলের এই ম্যাচে দুদলই চাইবে নিজেদের সেরাটা দিতে। তবে শেষ ম্যাচ জেতার কারণে বাড়তি আত্মবিশ্বাস থাকবে শ্রীলঙ্কান শিবিরে।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ (১১ সেপ্টেম্বর) রাত ৮ টায় মুখোমুখি হবে এই দুই প্রতিপক্ষ। এই ম্যাচের ফলাফলেই নির্ধারিত হবে এশিয়া কাপের শিরোপা এবার কার হাতে উঠবে।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।