ক্রিকেটখেলাধুলা

বাংলাদেশ নয়, শ্রীলঙ্কাতেই হচ্ছে এশিয়া কাপ!

অনুলিপি ডেস্ক: রাজনৈতিক অস্থিরতা আর অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত শ্রীলংকায় যে এবারের এশিয়া কাপ হচ্ছে না তা আগেই ঘোষণা দেওয়া হয়েছিল। টুর্নামেন্টটি সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেওয়ার কথা বলা হয়েছিল।

কিন্তু এবার এলো আনুষ্ঠানিক সিদ্ধান্ত। এশিয়া কাপ এর খেলাগুলো হবে আরব আমিরাতের মাঠে। তবে আয়োজক হিসেবে থাকছে শ্রীলংকা-ই।

বুধবার রাতে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে এ খবর। এসিসির সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অর্থাৎ গত পাঁচ বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো আরব আমিরাতে হবে এশিয়া কাপের খেলা।  ২০১৮ সালে সবশেষ এশিয়া কাপও হয়েছিল আমিরাতে। সেবার টুর্নামেন্টটি হয় ওয়ানডে ফরম্যাটে। এবার প্রথমবারের মতো তা হতে চলেছে টি-টোয়েন্টি ফরম্যাটে।

আরও পড়ুন: বাংলাদেশকে টেস্ট ক্রিকেট থেকে বাদ দিতে বললেন শাস্ত্রী!

শুধু ভেন্যু পরিবর্তিত হয়েছে।  শ্রীলংকার স্টেডিয়ামগুলোর বদলে খেলা হবে দুবাই, শারজায়।  আর বাকি সব পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী।

আগামী ২৭ আগস্ট থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ৬ দেশের এই মেগা আসর।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।