জাতীয়সন্দেশ

এসএসসি পরীক্ষার্থীকে ধ’র্ষণের অভিযোগে দুই বন্ধু গ্রেফতার!

যশোরের শার্শা এলাকার নিজামপুরে এক এসএসসি পরীক্ষার্থীকে সংঘবদ্ধ ধ’র্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ হাসান আলী ও মাসুদ নামের দুই আসামিকে গ্রেপ্তার করেছে। তারা দুজন বন্ধু বলেও জানায় পুলিশ। বুধবার রাত ১১টার দিকে এ ধ’র্ষণের ঘটনা ঘটেছে।

ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আরও তিনজনকে খুঁজছে পুলিশ। তারা পলাতক রয়েছে বলে পুলিশ জানায়।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলার নিজামপুর ইউনিয়নের বড় নিজামপুর গ্রামের মাছ ব্যবসায়ী শাহাজাহান মল্লিকের ছেলে হাসান আলী (২০) এবং একই গ্রামের রিজাউল করিমের ছেলে মাসুদ (২০)।

ভুক্তভোগী মেয়েটির স্বজনরা জানায়, স্কুলছাত্রীর মা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকার সুযোগে বুধবার রাত ১১টার দিকে ফাঁকা বাড়িতে আসেন হাসান আলী ও মাসুদ। এ সময় ওই এসএসসি পরীক্ষার্থীকে ধ’র্ষণ করেন তারা। একই সময়ে ওই এলাকার তিন যুবক নুরুজ্জামান, সাকিব ও নাসিম ধ’র্ষণের ভিডিও ধারণ করেন। এক পর্যায়ে হাসান ও মাসুদকে মারধর করে আটকে রাখেন তারা। পরে খবর পেয়ে পুলিশ তাদের আটক করে।

আরও পড়ুন# বাজার থেকে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় শিশু নি’হত!

এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান সেলিম রেজা বিপুল বলেন, ‘বিষয়টি আমি জানি না। তবে এমন একটি ঘটনা ঘটেছে, এটা সাংবাদিকদের মাধ্যমে শুনেছি।’

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় দু’জনকে আটক করে থানায় আনা হয়েছে। থানায় মামলা নেওয়া হয়েছে। মামলায় তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে। ধ’র্ষণের শিকার স্কুলছাত্রীকে পুলিশ পাহারায় পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। পরীক্ষার পর তাকে জবানবন্দির জন্য যশোর আদালতে ও স্বাস্থ্য পরীক্ষার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পলাতক তিনজনকে গ্রেফতার করতে পুলিশি অভিযান অব্যাহ্ত আছে।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।