ক্রিকেটখবরবিনোদন জগৎ

ওয়েটারের পোশাকে ভাইরাল সাকিব আল হাসান!

খেলার মাঠে ব্যাটার, বোলার, ফিল্ডার, অধিনায়ক কত রূপেই না দেখা যায় সাকিব আল হাসানকে। এবার খাবার বিক্রেতা বা ওয়েটারের পোশাকে পর্দায় এসে ভাইরাল হলেন সাকিব! হ্যাঁ, এবার সামাজিক যোগাযোগমাধ্যমে সাকিব আল হাসানকে দেখা গেল খাবার বিক্রেতা হিসেবে। ছবিতে দেখা গেছে, গায়ে অ্যাপ্রোন চাপিয়ে, চোখে চশমা পরে খাবার ও সসের বোতল নিয়ে খাবার পরিবেশনে যাচ্ছেন সাকিব। ছবিটি নিজেই তার ফেসবুকে প্রকাশ করেছেন তিনি।

তবে প্রিয় তারকা পেশা বদলাচ্ছেন ভেবে হতাশ হওয়ার কারণ নেই তার ভক্তদের। এ দৃশ্যটি নিছকই বিজ্ঞাপনের একটি দৃশ্যের স্থিরচিত্র। সাকিবকে দেখা যাবে নতুন আরেকটি বিজ্ঞাপনে। খবরটি জানিয়েছেন টেলিফিল্ম ও বিজ্ঞাপন নির্মাতা আদনান আল রাজীব।

আরও পড়ুন# বিয়ের দিনই অন্তঃসত্ত্বা হতে চান রাখি সাওয়ান্ত!

এ প্রসঙ্গে আদনান বলেন, সাকিবের সাথে গ্রে অ্যাজেন্সির মাধ্যমে একসঙ্গে তিনটি কাজ করেছি। যার প্রথমটি সবাই দেখেছেন, বাস কন্ডাক্টর। এবার আসছে স্ট্রিট ফুড বিক্রেতার চরিত্র। এতে ওয়েটারের পোশাকে দেখা যাবে সাকিবকে। তার কিছুদিন পর প্রকাশ করা হবে আরও একটি চরিত্র। ওখানেও সারপ্রাইজ আছে।

ভিন্ন লুকে সাকিবকে দেখে নিজের অনুভূতি জানাতে গিয়ে আদনান আল রাজীব আরও বলেন, ওর (সাকিব) লুক চেঞ্জ করার বিষয়টিতে খুবই মজা পেয়েছি। আমার মেকআপ শিল্পী ছিল রবিন। সে-ই এই কাজটির পুরোটা করেছে। তারচেয়েও বড় কথা, কাজগুলো করার সময় সাকিবের পূর্ণ সহযোগিতা পেয়েছি। যেটা না পেলে গেটআপ-মেকিং হয়ত ঠিকঠাক করতে পারতাম না।

এর আগেও সাকিব আল হাসানকে বিভিন্ন বিজ্ঞাপনে ভিন্নভাবে উপস্থাপন করে সবাইকে চমকে দিয়েছেন আদনান। সেবার সাকিবকে দেখা গিয়েছিল বাস কন্ডাক্টরের ভূমিকায়। একটি মুঠফোন নির্মাতা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ছিল এটি। এবারও একই প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে খাবারওয়ালা সেজেছেন তিনি!

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।