খবরবিনোদন জগৎ

ওয়েবসিরিজে অভিনয় করবেন ‘আগুন’, সঙ্গে মিথিলা!

বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফুর রহমান আগুন। তবে গান ছেড়ে এবার ওয়েবসিরিজে অভিনয় করতে দেখা যাবে তাকে।

গানের পাশাপাশি সিনেমা, নাটকে কাজ করে ইতোমধ্যেই দর্শকের মন জয় করেছেন এই শিল্পী। এবার হাতেখড়ি হবে ওয়েবসিরিজেও। আর এই ওয়েব সিরিজের মধ্য দিয়েই প্রথমবার খল চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন আগুন। তার সঙ্গে দেখা যাবে অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে। থাকবেন আরও কয়েকজন প্রিয়মুখ। থ্রিলার ঘরানার গল্পে ছয় পর্বের ওয়েব সিরিজ হবে।

আরও পড়ুন# শাড়িতে ঝড় তুললেন ‘রাজমাতা’ রামায়া কৃষ্ণাণ!

বিষয়টি নিশ্চিত করে আগুন বলেছেন, ‘সিরিজটি নিয়ে এখনই বিস্তারিত বলতে চাচ্ছি না। তবে একটি ব্যতিক্রম ধর্মী কাজ আমি করেছি, এটা বলতে পারি। দেশীয় একটি ওটিটি প্লাটফর্মে দেখা যাবে সিরিজটি।’

খল চরিত্রে কাজ করা প্রসঙ্গে আগুন বলেন, ‘পর্দায় স্মার্ট ভিলেনরা সবসময়ই বাজিমাত করেছেন। দর্শক একজন হিরোকে যেমন স্মার্টলি দেখতে চায় একজন এন্টি হিরোকেও সেভাবে দেখতে চায়। সে চাহিদা থেকে আমার চরিত্রটি সবাই উপভোগ করবেন বলেই আমার বিশ্বাস। খুব এনজয় করেছি স্মার্ট খল চরিত্রটিতে কাজ করতে গিয়ে।’

এদিকে আগুন জানান, শীঘ্রই আরও কিছু কাজ নিয়ে তিনি হাজির হবো। থাকবে নতুন গানও।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।