কনের বোনের গলায় মালা পরালেন বর, এরপর বিয়ের মণ্ডপেই ঘটল আজব ঘটনা!

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে, বিয়ের মণ্ডপে সকলের সামনে কনের বোনকে মালা পরায় বর। এরপর, কনের বোন বরকে থাপ্পড় মারেন। ফলে, বিয়ে বাড়িতেই শুরু হয় তুলকালাম। আর এই ভিডিয়োই বর্তমানে ঝড়ের বেগে ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।
জানা যায়— ভাইরাল হওয়া ভিডিয়োটি বিহারের। সেখানে বর নেশাগ্রস্ত অবস্থায় যায় বিয়ের মণ্ডপে। তবে, সবচেয়ে মজার বিষয় হলো বিহারে মদ নিষিদ্ধ। বর এতটাই নেশাগ্রস্ত ছিল যে, ঠিক মতো দাঁড়িয়ে থাকতে পারছিল না। তাকে পেছন হতে আরেকজন ধরে ছিল।
আরও পড়ুন# পঞ্চগড়ে উদ্ধার করা হয়েছে ১৬ কেজির কষ্টিপাথর সদৃশ একটি মূর্তি!
আর এসব মাথা নিচু করে দেখছিলেন কনে। এভাবেই নেশাগ্রস্ত বর বিয়ের সব নিয়ম মেনে চলছিল। তবে বিপত্তি বাধে মালা পরাতে এসে। প্রথমে কনে মালা পরিয়ে দিলেন বরের গলায়। এরপরই নেশাগ্রস্ত বর মালা পরিয়ে দেন বউয়ের বোনকে। আর এতে বউয়ের বোন রেগে গিয়ে বরের গালে থাপ্পড় বসিয়ে দেন। পরে এই নিয়ে বিয়ে বাড়িতে ভয়ংকর পরিস্থিতির সৃষ্টি হয়।
আর সেই ভিডিয়ো প্রথমে শেয়ার করা হয়েছে ইন্সটাগ্রামে। iamparitoshtripathi নামের একটি প্রোফাইল থেকে ইন্সটাগ্রামে শেয়ার করা হয়েছে সেই ভিডিয়ো। শেয়ার করার পর ভিডিয়োটি ভাইরাল হয় এবং প্রচুর আলোচনা-সমালোচনার খোরাক হয়।