অর্থনীতিব্যবসা-বাণিজ্য

কমেছে সোনার দাম!

সোনার রেকর্ড দাম বৃদ্ধির পাঁচ দিনের ব্যবধানে আবারও সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ভরিতে ভা‌লো মা‌নের সোনার দাম কমানো হ‌য়ে‌ছে ১ হাজার ২৮৫ টাকা। অর্থাৎ আজ বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) থেকেই ২২ ক্যারেটের প্রতিভ‌রি সোনা বিক্রি হবে ৮৩ হাজার ২৮০ টাকায়, যা গত বুধবারেই ছিল ৮৪ হাজার ৫৬৪ টাকা।

গতকাল বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির  চেয়ারম্যান এম এ হান্নান আজাদের সই করা  সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমেছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলারি সমিতি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে।

উল্লেখ্য, এর আগে গত ১০ সেপ্টেম্বর সংগঠনটি প্রতি ভরি সোনায় এক হাজার ২৮৫ টাকা বৃদ্ধির ঘোষণা দিয়েছিল। পরদিন অর্থাৎ ১১ সেপ্টেম্বর থেকে ভালো মানের সোনা ৮৪ হাজার ৫৬৪ টাকা ভরি বিক্রি হয়েছে।

আরও পড়ুন: আন্তঃব্যাংকে ডলারের দাম আবারও বাড়লো!

বাজু‌সের নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৫ সেপ্টেম্বর থেকে ভালো মানের ২২ ক্যারেটের প্রতিভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনা কিনতে খরচ পড়বে ৮৩ হাজার ২৮০ টাকা। ২১ ক্যারেটের সোনার দাম ভরিপ্রতি নির্ধারণ করা হয়েছে ৭৯ হাজার ৪৯০ টাকা।

একইভাবে ১৮ ক্যারেটের ভরির দাম পড়বে ৬৮ হাজার ১১৭ টাকা এবং সনাতন পদ্ধতির ভরির দাম নির্ধারণ করা হয়েছে ৫৬ হাজার ৪৫৩ টাকা।

তবে আগের মতোই রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ক্যাটাগরি অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতিভরি রুপার দাম ১ হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের ক্ষেত্রে ১ হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির দাম ৯৩৩ টাকায় অপরিবর্তিত আছে।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।