আন্তর্জাতিকসন্দেশ

করোনা সংক্রমণ বাড়ছে অস্ট্রেলিয়ায়!

অস্ট্রেলিয়ায় হঠাৎ করেই বেড়ে গেছে করোনা সংক্রমণ ও করোনায় মৃত্যুর হার। গত এক মাসে এ প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন এক হাজারের মতো মানুষ। অথচ গত আড়াই বছরে গোটা অস্ট্রেলিয়াতে করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছিল ১১ হাজারের মতো মানুষ। সব মিলিয়ে অস্ট্রেলিয়ায় করোনা সংক্রমণে মৃতের সংখ্যা দাঁড়ালো ১২ হাজার ১০৮ জনে। তবে গত সপ্তাহের তুলনায় কিছুটা কমেছে সংক্রমণের হার। গত সপ্তাহে যেখানে প্রতিদিন গড়ে ৪৪ হাজার অস্ট্রেলিয়ান করোনায় আক্রান্ত হয়েছেন সেখানে এখন করোনা সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে সাড়ে ৩৮ হাজারে। তবে কমছে না মৃত্যহার ও মৃতের সংখ্যা।

আরও পড়ুন# প্রেমের টানে তামিলনাডু থেকে আসা প্রেমিককে ঠকালেন বাংলাদেশি প্রেমিকা!

এর মধ্যে অস্ট্রেলিয়ার প্রায় ১৬ শতাংশ নাগরিককে দেওয়া হয়েছে করোনার চতুর্থ ডোজ (বুস্টার ডোজ) তবুও কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না করোনা সংক্রমণের গতি! টিকা নেওয়া ব্যক্তিদের মধ্যে বেশিরভাগ মানুষ ষাটোর্ধ হলেও আক্রান্ত ও মৃতের হার বেশি লক্ষ্য করা যাচ্ছে ষাট পেরোনো মানুষগুলোর মধ্যেই! গত মাসের রিপোর্ট বিশ্লেষণ করলে দেখা যায় সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে ৬০-৭০ বছর বয়সীদের মধ্যে। এছাড়াও বেশিরভাগ মৃতের বয়সই ৫০ এর উপরে। গত মাসে অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে সবচেয়ে বেশি করোনা সংক্রমণ হতে দেখা যায়। তবে এই মাসে বেশি আক্রান্ত হয়েছে সিডনীর মানুষ। এর ফলে লকডাউন দেওয়া হয়েছে অস্ট্রেলিয়ার বড় বড় গুরুত্বপূর্ণ শহরগুলোতে।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।