
রাজধানীর কামরাঙ্গীরচর এলাকার হাসাননগর ভাণ্ডারী মোড়ের একটি বাসা থেকে একজন প্রতিবন্ধীর অর্ধগলিত লা’শ উদ্ধার করা হয়েছে। আজ সকালে পুলিশ তার লা’শ উদ্ধার করে। নি’হত ওই ব্যক্তির নাম ফজল মিয়া (৫০)। পেশায় তিনি ভিক্ষুক ছিলেন। তার বাড়ি রংপুর জেলায়। তার বাবার নাম আব্দুল বারী।
আরও পড়ুন# ৪ মাসের সাজা থেকে বাঁচতে সাড়ে ৫ বছর ধরে পলাতক!
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কামরাঙ্গীরচর থানার উপ-পরিদর্শক (এসআই) অনিরুদ্ধ রায়। তিনি বলেন, খবর পেয়ে গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টায় ভাণ্ডারী মোড়ে লিটনের বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষের তালা ভেঙে ফ্লোর থেকে তার অর্ধগলিত লা’শ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য তার লা’শ শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, মৃ’ত ব্যক্তির দুই হাত নেই। তিনি প্রতিবন্ধী ছিলেন। ভিক্ষাবৃত্তি করতেন। তিনি তার দ্বিতীয় স্ত্রী ও পরিবার নিয়ে ওই বাসায় থাকতেন বলে প্রাথমিকভাবে জানা যায়। মৃত ব্যক্তির শরীর অর্ধপচা অবস্থায় ছিল। এটি একটি হ’ত্যাকাণ্ড কি না তা তদন্ত সাপেক্ষে ও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে।