কিশোরগঞ্জে কৃষককে জ’বাই করে হ’ত্যার ঘটনা ঘটেছে। ঘটনার পর পর হ’ত্যাকারীকে আটক করে পুলিশে হস্তান্তর করে স্থানীয়রা। জানা গেছে পূর্ব বিরোধের জেরেই ঘটেছে এ ঘটনা।
বুধবার (১৪ সেপ্টেম্বর) সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের চর শোলাকিয়া উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, হ’ত্যাকাণ্ডের শিকার কৃষক শফিকুল ইসলাম (৩২) ওই এলাকার আব্দুল হেকিমের ছেলে। ঘটনার সময় বাড়ির অদূরে তার ধানের জমিতে নিড়ানি দিচ্ছিলেন তিনি।
পুলিশ, নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, আমন ধানের জমিতে নিড়ানি দেয়ার সময় শফিকুলকে একই এলাকার সন্ত্রাসী ও মাদকাসক্ত রাজন মিয়া ও তার সাঙ্গপাঙ্গরা প্রথমে নি’হতের পেটে ছুরিকাঘাত করে। পরে মৃ’ত্যু নিশ্চিত করতে তাকে জ’বাই করে হ’ত্যা করে। হ’ত্যাকাণ্ডের পর দৌঁড়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা ঘাতক রাজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
আরও পড়ুন# বিয়ের দাবিতে অনশন করলেন প্রেমিকা, অবশেষে বিয়ে!
নিহতের ভাই মতিউর রহমান জানান, প্রায় এক বছর আগে তাদের বাড়িতে চুরি হয়েছিল। এরপর রাজন মিয়ার বাড়িতে চুরির মালামাল পাওয়া গেলে গ্রাম্য সালিশে রাজন মিয়াকে জরিমানা করা হয়।
এরপর থেকেই তাদের সাথে রাজন মিয়ার সাথে শফিকুলের পরিবারের বিরোধ ছিল। এর জেরে প্রায়ই রাজন মিয়া তাদেরকে দেখে নেওয়ার হুমকি দিয়ে আসছিলেন। এ বিরোধের জেরেই শফিকুলকে হ’ত্যা করা হয়েছে বলে দাবি করেন তিনি।
স্থানীয়রা জানান, রাজন মিয়া এলাকায় চিহ্নিত সন্ত্রাসী হিসেবে পরিচিত। তিনি সবসময় মাদকাসক্ত থাকেন।
এদিকে, খবর পেয়ে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আল আমিন হোসাইন ও কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দাউদসহ পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আল আমিন হোসাইন জানান, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। একজনকে স্থানীয়রা আটক করে ঘাতককে পুলিশে দিয়েছে। এ ঘটনায় মামলা হলে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।