জাতীয়সন্দেশ

কুমিল্লায় গৃহবধূকে ধ’র্ষণ ও ধ’র্ষণে সহযোগিতার দায়ে স্বামীসহ দু’জনের যাবজ্জীবন!

কুমিল্লায় গৃহবধূকে ধ’র্ষণের দায়ে ওই মহিলার স্বামীসহ দুইজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে দুই আসামিকে মোট ৬০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. আবদুল্লাহ আল মামুন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, সদর উপজেলার ধনুয়া খোলা এলাকার নুরুল ইসলাম এবং সৈয়দপুর এলাকার আবদুর রহমান। রায় ঘোষণার সময় তারা দুইজনই আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

আরও পড়ুন# অন্যের জমি ও জাহাজ বিক্রি নিয়ে প্রতারণা, গ্রেফতার ১!

বাদীপক্ষের আইনজীবী রফিকুল ইসলাম হোসাইনি সময় সংবাদকে রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০২০ সালের ১ সেপ্টেম্বর সন্ধ্যায় ওই নারীর স্বামীর সহযোগিতায় ভুক্তভোগীকে ধ’র্ষ’ণ করেন আবদুর রহমান। এ ঘটনার দুই দিন পর ৩ সেপ্টেম্বর ওই নারী নিজেই বাদী হয়ে থানায় মামলা করেন। মামলার তদন্ত চলাকালে পুলিশ আসামি নুরুল ইসলাম ও আবদুর রহমানকে গ্রেফতার। পরে দুইজনেই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মামলায় ৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ মঙ্গলবার এ রায় দেন।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।