
কুমিল্লায় গৃহবধূকে ধ’র্ষণের দায়ে ওই মহিলার স্বামীসহ দুইজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে দুই আসামিকে মোট ৬০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. আবদুল্লাহ আল মামুন এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, সদর উপজেলার ধনুয়া খোলা এলাকার নুরুল ইসলাম এবং সৈয়দপুর এলাকার আবদুর রহমান। রায় ঘোষণার সময় তারা দুইজনই আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
আরও পড়ুন# অন্যের জমি ও জাহাজ বিক্রি নিয়ে প্রতারণা, গ্রেফতার ১!
বাদীপক্ষের আইনজীবী রফিকুল ইসলাম হোসাইনি সময় সংবাদকে রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, ২০২০ সালের ১ সেপ্টেম্বর সন্ধ্যায় ওই নারীর স্বামীর সহযোগিতায় ভুক্তভোগীকে ধ’র্ষ’ণ করেন আবদুর রহমান। এ ঘটনার দুই দিন পর ৩ সেপ্টেম্বর ওই নারী নিজেই বাদী হয়ে থানায় মামলা করেন। মামলার তদন্ত চলাকালে পুলিশ আসামি নুরুল ইসলাম ও আবদুর রহমানকে গ্রেফতার। পরে দুইজনেই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মামলায় ৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ মঙ্গলবার এ রায় দেন।