জাতীয়সন্দেশ

কুষ্টিয়ায় ছাত্রলীগ নেত্রীকে ছাত্রলীগ নেতার কুপ্রস্তাব!

কুষ্টিয়ায় ছাত্রলীগ নেতার বিরুদ্ধে আরেক ছাত্রলীগ নেত্রীকে ‘কুপ্রস্তাব’ দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত ওই ছাত্রলীগ নেতার নাম হাফিজ শেখ। তিনি কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে অভিযোগ দেওয়া ওই তরুণীও (২০) একই সংগঠনের নেত্রী।

এ ঘটনায় সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়া মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন ওই তরুণী।

অভিযোগপত্রে তিনি আরও তিন ছাত্রলীগ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। তারা হলেন- জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক ফারদিন সৃষ্টি, জেলা ছাত্রলীগের সদস্য হৃদয় ও প্রধান অভিযুক্ত হাফিজ শেখের ঘনিষ্ট সহচর মোহাইমিনুল মিরাজ।

অভিযোগকারী তরুণী (২০) কুষ্টিয়া জেলা ছাত্রলীগের বর্তমান কমিটির একটি পদে রয়েছেন।

আরও পড়ুন# মৃত্যুর নয়মাস পর সাত বছরের কারাদণ্ড!

অভিযোগপত্রে তরুণী উল্লেখ করেন, ‘কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক শেখ হাফিজ চ্যালেঞ্জের সঙ্গে আমি দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসছিলাম। এক পর্যায়ে বিভিন্নভাবে কুপ্রস্তাবসহ শ্লীলতাহানির চেষ্টা করায় প্রায় একমাস আগে তার কাছ থেকে সরে আসি। এরপর থেকে তিনিসহ অন্য বিবাদীরা আমার সঙ্গে রাস্তাঘাটে দেখা হলে বিভিন্ন আজেবাজে কথাবার্তা বলাসহ আমাকে ফলো করতে থাকেন। পরে একটি ফেক আইডি খুলে আমার ছবি এডিট করে বিভিন্ন আজেবাজে কথাবার্তা সংবলিত পোস্ট দিতে থাকেন। এ ধরনের কার্যকলাপ করতে নিষেধ করলে বিবাদীরা আমাকে প্রাণনাশের হুমকিও দেন।’

ভুক্তভোগী তরুণী সাংবাদিকদের বলেন, ‘ছাত্রলীগ সাধারণ সম্পাদকসহ অভিযুক্তরা আমার জীবনকে দুর্বিষহ করে তুলেছে। আমার ব্যক্তিগত ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে আমার এবং আমার পরিবারের সম্মান নষ্ট করার চেষ্টা করেছেন। আমি তাদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

এ ব্যপারে অভিযুক্ত কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাফিজ শেখ চ্যালেঞ্জ বলেন, ‘অভিযোগের বিষয়ে আমাকে কেউ কিছু জানাননি। এ ধরণের কোনো ঘটনাও ঘটেনি। আমি প্রতিপক্ষের রোষানলের শিকার। এসব তাদের ষড়যন্ত্রেরই অংশ।’

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খান জানান, একটি অভিযোগ এসেছে। সেটি যাচাই-বাছাই করে ব্যবস্থা নেয়া হবে।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।