খবরবিনোদন জগৎ

কেউ গুজব ছড়াবেন না: তানজিন তিশা!

রায়হান রাফির ‘পরাণ’ সিনেমা ইতোমধ্যে সারা দেশব্যাপি বেশ জনপ্রিয়তা পেয়েছে। আর এরই মধ্যে গুঞ্জন ওঠেছে, এই মেধাবী পরিচালকের নতুন সিনেমা আসতে চলছে এবং সেই সিনেমায় কাজ করতে যাচ্ছে ঢাকাই সিনেমার সুপারস্টার এবং ঢালিউডের ভাইজান খ্যাত নায়ক শাকিব খান। অন্যদিকে, এই পরিচালক-নায়ক জুটির কাজ দেখতে মুখিয়ে রয়েছেন ভক্তরা। ভক্তদের ধারণা সত্যি করেই, গতকাল শাকিব-রাফী দুজনই সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের একসাথে কাজ করার খবর প্রকাশ করেন।

তবে, এই নতুন সিনেমার ঘোষণা দিলেও শাকিবের বিপরীতে নায়িকা হিসেবে কে থাকছেন সে বিষয়ে কিছুই জানাননি পরিচালক রায়হান রাফি। কেবল এতটুকুই বলেন যে, চমক আছে।

অন্যদিকে, নায়িকার নাম ঘোষণা না হলেও গুঞ্জন ওঠে, এই সিনেমায় ছোটোপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা থাকবেন শাকিবের বিপরীতে। আর সেই খবরটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এতে ভক্তরাও নতুন এই জুটিকে নিয়ে দারুণ উচ্ছ্বাস প্রকাশ করে।

কিন্তু এই বিষয়টি যখন নজরে আসে খোদ অভিনেত্রী তানজিন তিশার। তখনি তিনি গুজবের বিষয়টি পরিষ্কার করেন এবং তৎক্ষনাৎ জানিয়ে দেন শাকিবের বিপরীতে এ সিনেমায় নায়িকা হচ্ছেন না তিনি।

এই বিষয়ে তানজিন তিশার বক্তব্য— ‘আমি যদি সিনেমা করি সেটাতো সুখবর! আর আমি যদি কখনো সিনেমা করি তা সবাইকে জানিয়ে করব। আশা করি, কেউ গুজব ছড়াবেন না বা মিথ্যা নিউজ করবেন না। সবাইকে ধন্যবাদ।’

উল্লেখ্য, রায়হান রাফির এই নাম ঠিক না হওয়া সিনেমাটি আসবে এসকে ফিল্মস ও বিগ স্ক্রিন-এর ব্যানারে। এছাড়াও এতে প্রযোজক হিসেবে থাকবেন টপি খান ও মনিরুজ্জামান।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।