ক্রিকেটখেলাধুলা

কে এই আফগান তরুণী?

চলতি এশিয়া কাপে দারুণ খেলছে আফগানিস্তান। সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার সাথে হেরে গেলেও, গ্রুপ পর্বের দুই ম্যাচে বাংলাদেশ ও শ্রীলঙ্কার সাথে যোগ্য হিসেবেই জয় তুলে নিয়েছে দলটি।

বিভিন্ন কারণে আলোচিত এই দেশটির সমর্থকরাও তাই স্টেডিয়ামে যেয়ে উৎসাহ যোগাচ্ছেন দলের জন্য, উজ্জীবিত করছেন খেলোয়াড়দের। নানা রঙে, নানা ঢঙে দর্শকরা স্টেডিয়ামে হাজির হন খেলা দেখতে। আর এই সুযোগে ক্যামেরাম্যানরাও ভুলেন না তাদেরকে ফ্রেমবন্দী করতে। শনিবার শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান ম্যাচেও দেখা গিয়েছে একই চিত্র।

তবে সব দর্শকদের ছাড়িয়ে আলোচনায় এসেছেন এক আফগান তরুণী। নিজের সৌন্দর্যে নেটিজেনদের নজর কেড়ে নিয়েছেন তিনি। শারজাহর গ্যালারিতে আফগানিস্তানের পতাকা হাতে উচ্ছ্বাস প্রকাশ করছিলেন তিনি, তাই ক্যামেরাও বারবার ঘুরে যাচ্ছিলো তার দিকে।

আরও পড়ুন# বাংলাদেশ অংশ নিচ্ছে অষ্টম ক্যারম ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে!

সোশ্যাল মিডিয়ায় তার ছবি ছড়িয়ে পড়লে নানা প্রশ্ন উঠে আসে। কেউ কেউ জানতে চেয়েছেন এই আফগান তরুণী কে? কারও প্রশ্ন তিনি কী তালেবান শাসিত আফগানিস্তান থেকে এসেছেন?

পরে গণমাধ্যম কর্মীদের অনুসন্ধানে জানা যায় এই আফগান তরুণীর নাম ওয়াজমা আয়ুবি। পেশায় তিনি একজন ফ্যাশন ডিজাইনার। আফগানিস্তানের রাজধানী কাবুলে লামান ক্লোদিং নামে তার উইমেন্স ফ্যাশন ও ডিজাইনিংয়ের একটি প্রতিষ্ঠান রয়েছে।

ওয়াজমা ক্রিকেটের পাঁড় ভক্ত। নিজের কাজের ফাঁকে সময় পেলেই ক্রিকেট নিয়ে মেতে ওঠেন তিনি। বিশেষ করে নিকের দেশ আফগানিস্তানের খেলায় মাঠে গিয়ে সমর্থন যোগাতে খুব পছন্দ করেন এই আফগান তরুণী।

ইতোমধ্যেই গণমাধ্যমগুলোতে ওয়াজমাকে নিয়ে প্রকাশিত হয়েছে সংবাদ। সেসব সংবাদের লিঙ্ক নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে শেয়ারও করেছেন তিনি। রাতারাতি পরিচিতমুখ হয়ে ওঠে যারপরনাই খুশি ওয়াজমা। সেজন্য ফলোয়ারদেরকে ধন্যবাদও জানিয়েছেন তিনি।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।