লাইফস্টাইলস্বাস্থ্য ও লাইফস্টাইল

কোন পেশার নারীরা বেশি জড়ান পরকীয়ায়?

পরকীয়াকে অধিকাংশ দেশেই অপরাধ হিসাবে গণ্য করা হয়। কারণ পরকীয়ার ফলে অপর সঙ্গীটি প্রতারিত হয়। একটি দাম্পত্য সম্পর্কে বিচ্ছেদ ঘটে। সম্প্রতি পরকীয়া নিয়ে একটি গবেষণা করেছেন খ্যাতনামা ডেটিং ওয়েবসাইট। তারা দেখেছেন— কোন পেশার নারীরা বেশি জড়ান পরকীয়ায়?

গবেষণা মতে, প্রায় ১২ টি পেশার মানুষ বেশি জড়াচ্ছে পরকীয়ায়। তাদের মধ্যে অধিকাংশ নারীরাই পেশায় নার্স বা চিকিৎসক। এর কারণ হিসাবে বিশেষজ্ঞরা বলছেন, এসব নারীরা দীর্ঘ সময় কাজ করে। তাই তারা মানসিক চাপ কমাতেই জড়াচ্ছেন পরকীয়ায়। অপরদিকে, পরকীয়ায় জড়ানো ৫ শতাংশ পুরুষই হলেন চিকিৎসক।

তারপর, দ্বিতীয় যে পেশার মানুষ সর্বাধিক পরকীয়ায় জড়ায়, তা হলো শিক্ষা ক্ষেত্রে। গবেষকদের মতে, পরকীয়ায় জড়ানো ১২ শতাংশ নারী ও ৪ শতাংশ পুরুষই কোনো অধ্যাপক বা প্রভাষক। আর তৃতীয় পেশা হিসাবে আছে উদ্যোক্তা ও অর্থনীতিবিদরা। দেখা যায়, পরকীয়ায় আসক্ত ৯ শতাংশ নারী ও ৮ শতাংশ পুরুষ এই ধরনের পেশায় যুক্ত।

আরও পড়ুন# মানুষ কোন মাসে বেশি পরকীয়ায় জড়ায়?

তাছাড়াও তালিকায় আছে— খুচরা বিক্রেতা, সমাজকর্মী, যোগাযোগ মাধ্যমের কর্মী, তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের কর্মী, উকিল, বিনোদন জগতের মানুষ, কৃষিকাজ ও রাজনীতির সঙ্গে যুক্ত প্রভাবশালী ব্যক্তিরা। আর পুরুষদের মধ্যে ২৯ শতাংশই কোনো না কোনোভাবে ব্যবসার সাথে যুক্ত।

তবে, এই সমীক্ষা বা গবেষণা কেবল মাত্র একটি সার্ভে। এটা যে সব সময় ১০০% সত্যতা বহন করবে এমন না। তাই এটাকে নিজের বাস্তব জীবনে অযথা প্রয়োগ করে অশান্তি বা মানসিক চাপ বৃদ্ধির প্রয়োজন নেই।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।