
ক্যান্সারে আক্রান্ত দুই শিক্ষার্থীকে অনুদান দিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। এই দুই শিক্ষার্থীর নাম রুবেল পারভেজ ও কদর রাজ।
আরও পড়ুন# রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
আজ সোমবার (৪ জুলাই) যবিপ্রবি উপাচার্যের কার্যালয়ে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো: আনোয়ার হোসেন রুবেল ও রাজের চিকিৎসার জন্য সত্তর হাজার টাকার দু’টি চেক মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষার্থীদের কাছে হস্তান্তর করেন। রুবেল ও রাজ হলেন যবিপ্রবির মাইক্রোবায়োলজি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
আরও পড়ুন# ১৬ বিভাগে ৫২ শিক্ষক নিবে বুয়েট!
চেক হস্তান্তর করার সময় অনুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. ইকবাল কবির জাহিদ উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির প্রক্টর হাসান মোহাম্মদ আল ইমরান, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইন্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. মো: তানভীর হাসান, পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক তানভীর আহমেদ, শারীরীক শিক্ষা ও ক্রিড়া বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো: জিল্লুর রহমান ও ফার্মেসী বিভাগের প্রভাষক মো: শাহীন সরকার।
উল্লেখ্য, রুবেল পারভেজ ও কদর রাজ যথাক্রমে কিডনী বিকল্য ও ব্লাড ক্যান্সারে ভুগছেন।