খোঁজ পাওয়া যাচ্ছে না জায়েদ খানের

খোঁজ পাওয়া যাচ্ছে না জায়েদ খানের। কিছুদিন আগেও দেশের বিনোদনপাড়ায় সবার আলোচনার পরিচিত মুখ ছিলেন জায়েদ। শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র একের পর এক ঝামেলার জন্য আলোচনায় ছিলেন সবসময়ই। নির্বাচন নিয়ে মামলা, হামলা ও কলহে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে সব জায়গায় চর্চা চলছিল জায়েদ খানের। কিন্তু হুট করেই সেই জায়েদ খানকে কোথাও দেখা যাচ্ছে না। সিনেমার শুটিং কিংবা যেকোনো অনুষ্ঠানে থাকছেন অনুপস্থিত, কোথাও তার খোঁজ মিলছে না। তাহলে কোথায় গেলেন জায়েদ খান? আর এ নিয়ে বিনোদন পাড়ায় আলোচনা চলছে তুঙ্গে।
আরও পড়ুন# শাকিব গল্পই বোঝে না, সে আবার কীসের সুপারস্টার? – প্রযোজক ইকবাল
শিল্পী সমিতির সাধারণ সম্পাদক থাকার সময় এফডিসিতে জায়েদ খানের আসা যাওয়া খুব বেশী ছিল। শিল্পী সমিতির নির্বাচনের সময়ও তার পদচারণা ছিল খুব বেশি। কিন্তু শিল্পী সমিতির নির্বাচনের পর থেকেই এফডিসিতে তাকে আর আগের মতন চোখে পড়ছে না। এবারের শিল্পী সমিতির নির্বাচনে বিজয়ী হয়েছিলেন তিনি। কিন্তু বিজয়ী হবার পর থেকে তার আর দেখা নেই। এ ব্যাপারে তথ্যের জন্য তাকে বেশ কয়েকবার ফোন দেওয়াও হয়েছিল। কিন্তু তাকে ফোনেও পাওয়া যায়নি। তবে তার খোঁজ অবশেষে পাওয়া গেছে তার করা একটি ফেসবুক পোস্ট থেকে।
খোঁজ নিয়ে জানা গেছে, অভিনেতা জায়েদ খান রয়েছে তার গ্রামের বাড়িতে। তার বাড়ি পিরোজপুরের মাছিমপুরে। কিছু ব্যক্তিগত কাজে বেশ অনেকদিন থেকেই জায়েদ খান গ্রামের বাড়িতে রয়েছেন। শুক্রবার (৯ সেপ্টেম্বর) তার করা একটি ফেসবুক পোস্টের মাধ্যমে জানা গেছে, শুক্রবার জুমার নামাজ পড়ে তিনি পারিবারিক কবরস্থানে তার বাবা-মায়ের কবর জিয়ারত করেছিলেন। কবর জিয়ারতকালীন একটি ছবি তিনি ফেসবুকে পোস্ট করেন।