প্রযুক্তিবিজ্ঞান ও প্রযুক্তি

গুগল ভুলবশত দুই কোটি টাকা পাঠাল হ্যাকারের অ্যাকাউন্টে, অতঃপর..

সম্প্রতি স্বঘোষিত এক হ্যাকারের ব্যাংক অ্যাকাউন্টে ২ কোটি টাকা ট্রান্সফার হয়ে গেল। এই বিষয়ে, স্যাম কারি নামক মার্কিন ওই সাইবার সিকিউরিটি প্রফেশনাল জানান, রহস্যজনকভাবে গুগল তার অ্যাকাউন্টে আড়াই লাখ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ২ কোটি টাকার বেশি) পাঠিয়ে দিয়েছে। তবে তিনি কয়েক সপ্তাহ ধরে এত টাকার রহস্য ভেদ করতে পারছেন না।

গত বুধবার (১৪ সেপ্টেম্বর) ওই হ্যাকার টুইটারে লিখেছেন, ‘প্রায় তিন সপ্তাহ হয়ে গেল গুগল আমাকে ২ লাখ ৪৯ হাজার ৯৯৯ মার্কিন ডলার পাঠিয়েছে। গুগলের সাথে কীভাবে যোগাযোগ করা যায়, জানেন? আর আপনি (গুগল) যদি এটা ফেরত নিতে না চান, তাহলে ঠিক আছে।’

যুক্তরাষ্ট্রের ইউগা ল্যাবসের সিকিউরিটি ইঞ্জিনিয়ার স্যাম কারি ধারণা করছেন,এই টাকা গুগল ভুলবশত তার অ্যাকাউন্টে পাঠিয়েছে।

এই বিষয়ে গুগলের পক্ষ হতে জানানো হয়, সম্প্রতি তাদের টিম ভুল করে অন্য জায়গায় টাকা পাঠিয়ে দিয়েছে। তারা ইতোমধ্যে ভুল সংশোধন করার জন্য কাজ করছে।

তাছাড়াও গত শুক্রবার আর্থিক তথ্য, ব্যবসায়িক সংবাদ, বিশ্লেষণ এবং স্টক মার্কেটের ডেটা সরবরাহকারী প্রতিষ্ঠান মার্কেটওয়াচকে স্যাম বলেন— আমার অ্যাকাউন্টে ভুল করে আসা গুগলের টাকা ফিরিয়ে নিতে গুগল আমার সাথে যোগাযোগ করতে পারে। আমি ব্যাংকে গিয়ে ওই টাকা তাদের ফিরিয়ে দিতে আগ্রহী।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।