গ্রেফতার হয়েছেন ক্যাটরিনা-ভিকিকে হত্যার হুমকিদাতা!

ক্যাটরিনা-ভিকিকে হত্যার হুমকি দিয়েছিলেন এক ছেলে। যে ব্যক্তি হুমকি দিয়েছিল সে ক্যাটরিনার অন্ধ ভক্ত। বিভিন্ন সময় ক্যাটরিনার সাথে এডিট করা ছবিও আপলোড করতেন। গ্রেফতার হয়েছেন ক্যাটরিনা-ভিকিকে হত্যার সেই হুমকিদাতা!
বলিউডের নবদম্পতি ক্যাটরিনা ও ভিকি কৌশল। তাদেরকে হত্যার হুমকি দিয়েছিল এক যুবক। ক্যাটরিনা ও ভিকি কৌশল পুলিশকে অভিহিত করার পর সেই যুবককে পুলিশ গ্রেফতার করেছে।
কিছুদিন আগে মালদ্বীপে ঘুরতে যান এই দম্পতি। মালদ্বীপ থেকে ঘুরে আসার পরপরই হুমকি পান তারা। পরে সোমবারে মামলা করলে পুলিশ বিষয়টি তদন্ত করা শুরু করে।
যুবকের নাম মানবিন্দর সিং। উত্তর প্রদেশের লখনৌতে তার বাসা। জানা গেছে, সে মুম্বাইয়ের চলচ্চিত্র, সিরিজে অভিনয় করার সুযোগও খুঁজছিলেন। তার এই হুমকির পেছনের রয়েছে ক্যাটরিনা কাইফের প্রতি অন্ধ ভক্ত ও গভীর ভালোবাসা।
টাইমস অব ইন্ডিয়ার মতে, ওই যুবক ইনস্টাগ্রামে ক্যাটরিনার সাথে এডিট করা ছবি আপলোড করতেন। তিনি ক্যাটরিনা কাইফকে বিয়ে করেছেন, এধরনের ক্যাপশনও দিতেন।
ভিকি কৌশলের মামলায় বলা হয়, ওই যুবক তাদেরকে হত্যার হুমকি দিয়ে ভিডিয়ো পোস্ট করেছেন। এমনকি তিনি ক্যাটরিনার বোন ইসাবেলার সাথে অপ্রীতিকর কিছু ঘটাতেও পারেন।
কিছুদিন যাবত বলিউডের বিভিন্ন অভিনেতা-অভিনেত্রীরা হত্যার হুমকি পাচ্ছেন। সালমান খান কিছুদিন আগে পেয়েছিলেন। তারপর তিনি পুলিশের সুরক্ষা নিয়েছিলেন।
#আরও পড়ুন: বিয়ে করছেন ক্রিকেটার কে এল. রাহুল ও অভিনেত্রী আথিয়া!