ক্যাম্পাসশিক্ষা

চবিতে সমাজ বিজ্ঞান গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমাজ বিজ্ঞান গবেষণা ইনস্টিটিউটের (এসএসআরআই) উদ্যোগে ‘50 Years of Bangladesh : Socioeconomic Achievements and Challenges Ahead’ শীর্ষক এক সেমিনার ৩০ জুন ২০২২ তারিখ দুপুর ১২ টায় চবি সমাজ বিজ্ঞান অনুষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। 

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চবির মাননীয় উপ উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চবি সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর সিরাজ উদ দৌল্লাহ।

#আরও পড়ুন: বুয়েটে চান্স পেল নিহত আবরার ফাহাদের ছোটো ভাই আবরার ফাইয়াজ!

চবি সমাজ বিজ্ঞান গবেষণা ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. মুহাম্মদ তারিকুল হাসান চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চবি অর্থনীতি বিভাগের প্রফেসর চবি আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আবুল হোসাইন। সেমিনার সঞ্চালনা করেন চবি অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক জনাব রুনা সাহা। 

মাননীয় উপ উপাচার্য তাঁর বক্তব্যে উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান এবং গুরুত্বপূর্ণ একটি বিষয়ে সেমিনার আয়োজন করায় আয়োজকবৃন্দকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের উন্নয়নে সুদূর প্রসারী পরিকল্পনা সূচনা করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এরই ধারাবাহিকতায় জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে ক্ষুধা দারিদ্র্যমুক্ত, সুখী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে বঙ্গবন্ধু তনয়া মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার দূরদশীর্ নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে।

#আরও পড়ুন: প্রাথমিক শিক্ষায় বিশ্বব্যাংকের অনুদান পেল বাংলাদেশ

শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্প, বিনিয়োগ সহ বিভিন্ন মেগা প্রকল্পসমূহের কাজ মাননীয় প্রধানমন্ত্রীর দৃঢ় নেতৃত্বে যেভাবে অদম্য গতিতে এগিয়ে চলছে তাতে বাংলাদেশ এখন বিশ্ববাসীর কাছে উন্নয়নের রোল মডেল। বিশ্বের বুকে উন্নয়ন—অগ্রগতিতে বাংলাদেশ ঈর্ষনীয় সাফল্য অর্জন করেছে; বাংলাদেশ এখন বিভিন্ন সূচকে পার্শ্ববর্তী দেশসমূহের তুলনায় অনেক এগিয়ে রয়েছে।

সেমিনারে সম্মানিত শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

#আরও পড়ুন: বন্যায় ক্ষতিগ্রস্ত ১১০১ শিক্ষাপ্রতিষ্ঠান : মাউশির প্রতিবেদন

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।