অর্থনীতিব্যবসা-বাণিজ্যসংবাদ

চলতি মাসের প্রথম ১৫ দিনে রেমিট্যান্স এসেছে ১০০ কোটি ডলার!

চলতি মাসের অর্থাৎ সেপ্টেম্বরে প্রথম ভাগে বিদেশে অবস্থানরত প্রবাসীরা দেশে রেমিট্যান্স পাঠিয়েছে ১০০ কোটি ৮৬ লাখ (১০০৮ দশমিক ৬৭ মিলিয়ন) ডলার। বাংলাদেশি টাকায় এই পরিমাণ হলো- ১০ হাজার ৮৯৩ কোটি টাকা।

দেশের কেন্দ্রীয় ব্যাংক অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিভাগ একটি প্রতিবেদনের মাধ্যমে এই তথ্য দিয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, রেমিট্যান্সের এই ধারা চলমান থাকলে চলতি মাস শেষে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ ২০০ কোটি ডলার ছাড়িয়ে যাবে বলে আশা করা যায়।

বাংলাদেশ ব্যাংকের সূত্র মতে, এই ১৫ দিনে রাষ্ট্রীয় মালিকানাধীন যে ৫টি বাণিজ্যিক ব্যাংক রয়েছে, সেগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে প্রায় ১৪ কোটি ৫ লাখ মার্কিন ডলার। এছাড়াও দেশের অন্যান্য বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৮৪ কোটি ৮৩ লাখ মার্কিন ডলার। বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৩৪ লাখ মার্কিন ডলার। এছাড়াও বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে এক কোটি ৬৪ লাখ মার্কিন ডলার।

আরও পড়ুন# আরও কমলো স্বর্ণের দাম!

উল্লেখ্য, বেসরকারি ব্যাংক ইসলামী ব্যাংকের মাধ্যমেই সবথেকে বেশি পরিমাণ রেমিট্যান্স এসেছে। প্রবাসীরা এই ব্যাংকের মাধ্যমে দেশে পাঠিয়েছেন প্রায় ২২ কোটি ডলার। এছাড়াও সিটি ব্যাংকে ৯ কোটি ৯৭ লাখ ডলার, আল-আরাফাহ ইসলামী ব্যাংকে ৭ কোটি ৩০ লাখ, অগ্রণী ব্যাংকে ৬ কোটি ২৩ লাখ এবং ডাচ বাংলা ব্যাংকে ৫ কোটি ২১ লাখ এবং পূবালী ব্যাংকে ৫ কোটি ৫৮ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।