
একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ও ভাষাসৈনিক রণেশ মিত্র মা’রা গেছেন। আজ সোমবার ভোর ৪ টায় রাজধানীর একটি হাসপাতালে মা’রা যান তিনি। মৃ’ত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।
গতকাল পাবনা থেকে এসে জ্বর ও কাশির উপসর্গ নিয়ে রণেশ মৈত্র ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তার মৃ’ত্যু হয়।
আরও পড়ুন# ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতি রিভা আহত, নেওয়া হলো ঢাকা মেডিকেলে!
একাধারে রাজনীতিবিদ, লেখক ও সাংবাদিক রণেশ মৈত্র ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। তিনি ছাত্র ইউনিয়ন ও ন্যাশনাল আওয়ামী পার্টিরও অন্যতম প্রতিষ্ঠাতা। পাশাপাশি ঘুঘুদহ ও বিল কুড়ানিয়ার খেতমজুরদের আন্দোলনেরও অন্যতম সংগঠক ছিলেন তিনি।
রাজনৈতিক জীবনে তিনি সমাজতান্ত্রিক দর্শনে বিশ্বাসী ছিলেন। তার মৃ’ত্যু প্রসঙ্গে ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য বলেন, আজ আমরা জাতির এক সূর্যসন্তানকে হারিয়েছি। তার এই চলে যাওয়ায় অপূরণীয় ক্ষতি হয়ে গেল।