
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্বামীর বটির কো’পে রিনা (৩০) নামের এক গৃহবধূ্র মৃ’ত্যু হয়েছে। আজ রবিবার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের কমলাকান্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।
রিনা ওই গ্রামের মনিরুল ইসলামের স্ত্রী। তিনি তিন সন্তানের জননী।
নুরু মিয়া নামের স্থানীয় এক বাসিন্দা জানান, বেশ কিছুদিন ধরে মনিরুলের সঙ্গে তার স্ত্রী রিনার পারিবারিক কলহ লেগেই থাকতো। আজ বিকাল ৫টার দিকে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে পাশে থাকা একটি বটি দিয়ে রিনার পেটে ও মাথায় আঘাত করে মনিরুল। এতে সেখানেই লুটিয়ে পড়ে রিনা। এ সময় রিনার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসে।
পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্যে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসক। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মারা যান তিনি।
আরও পড়ুন# পঞ্চগড়ে নৌকাডুবিতে ২৪ জনের মৃ’ত্যু, বাড়তে পারে মৃ’তের সংখ্যা!
চাপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আনোয়ার রফিক বলেন, প্রাথমিক চিকিৎসা শেষে রিনাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়। পথে তার মৃ’ত্যু হয় বলে জেনেছি।
শিবগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) প্রবিত্র বলেন, অভিযুক্ত মনিরুল পালিয়েছেন। তাকে ধরতে অভিযান শুরু হয়েছে।