চাকরির বিজ্ঞাপনে শর্ত, থাকতে হবে সুঠাম স্তন!
চাকরির বিজ্ঞাপনে শর্ত জুড়ে দেওয়ার কথা কে না জানে? চাকরি প্রত্যাশীদের কাছে অভিজ্ঞতা বা যোগ্যতা আশা করা নতুন কিছু নয়। তবে এবার অদ্ভুত এক বিজ্ঞাপন দেখে বেশ চটেছেন নেটিজেনরা। সম্প্রতি একটি বারে’র জন্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়। সেই বিজ্ঞপ্তিকে ঘিরেই নেট দুনিয়ায় চলছে নিন্দার ঝড়। কী ছিল সেই বিজ্ঞাপনে?
নিউজিল্যান্ডে একটি বারে’র জন্য অস্থায়ী কর্মী চেয়ে একটি বিজ্ঞাপন দিয়েছিলেন বারের মালিক। প্রায়ই মানুষ চাকরির বিজ্ঞাপনে অদ্ভুত সব শর্ত দিয়ে আলোচনায় আসেন। তেমনি এই চাকরির বিজ্ঞাপনের শর্তে যোগ্যতা হিসেবে কর্মীর শিক্ষাগত যোগ্যতা, পূর্বের অভিজ্ঞতা কিংবা অন্যকিছু চাওয়া হয়নি। বরং যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে সুঠাম স্তন, সুন্দর হাসি ও ভালো আচরণ। এই তিনটি বৈশিষ্ট্য থাকলেই কেবল মিলবে চাকরি! এই বিজ্ঞাপন নেট দুনিয়ায় ছাড়তেই হয়েছে ভাইরাল, উঠেছে নিন্দার ঝড়। নারীদের পেশাগত যোগ্যতা বাদ দিয়ে এখনো শারীরিক সৌন্দর্যের মাপকাঠি দিয়ে মেপে চাকরির নিয়োগ দেওয়া নিয়ে উঠেছে প্রশ্ন!
আরও পড়ুন# বাইশ বছর ধরে গোসল করেন না ধর্মদেব!
সেই বিজ্ঞাপনে নারীদের স্তনের আকার নির্দিষ্ট করে উল্লেখ করে দেওয়ায় নারীদের প্রতি অপমানজনক আচরণ করা হয়েছে বলে মনে করছেন অনেকে।
উল্লেখ্য বিজ্ঞাপনটিতে লিখা হয়েছিল, “অস্থায়ী কর্মী নিয়োগ চলছে। ডবল ডি মাপের স্তন, সুন্দর আচরণ এবং সুন্দর হাসি থাকতে হবে।” বিজ্ঞাপনটির নিচে লিখা ছিল চাইলে ছেলেরাও এই চাকরির জন্য আবেদন করতে পারেন!