চালু হচ্ছে ‘টিকটক নাউ’ ফিচার!

সম্প্রতি টিকটক চালু করছে নতুন একটি ফিচার, যার নাম টিকটক নাউ। এই ফিচার টিকটকে বিনোদন ও অন্যদের সাথে যুক্ত থাকার নতুন এক মাধ্যম। টিকটিক তাদের ব্যবহারকারীদের নতুন অভিজ্ঞতা দিতে এমন ফিচার এনেছে। এই ফিচারের মাধ্যমে টিকটক ব্যবহারকারীরা তাদের প্রতিদিনের ছবি ও ভিডিয়ো তাদের পরিচিতদের সাথে শেয়ার করতে পারবে।
আর এই ফিচারের আওতায় টিকটকের জন্য উভয় ক্যামেরা অর্থাৎ সামনে ও পেছনের ক্যামেরায় একই সাথে ভিডিও করা যাবে। যার জন্য ব্যবহারকারীরা ১০ সেকেন্ডের ভিডিয়ো ও ছবি ক্যাপচারের সুযোগ সুবিধা পাবেন।
টিকটক কর্তৃপক্ষের ভাষ্যমতে— ব্যবহারকারীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই ফিচারটির ডিজাইন করা হয়েছে। ব্যবহারকারীরা এই ফিচারের মাধ্যমে নির্ধারণ করতে পারবে তার পোস্ট কে বা কারা দেখতে পারবেন। আর যদি নিরাপত্তাজনিত কোনো সমস্যা হয় তবে এই ধরনের কনটেন্টের বিরুদ্ধে চাইলে কেউ রিপোর্ট করতে পারবে। কেবল তাই নয়, ফিচারটিতে বয়সভেদে ও বিভিন্ন বিভিন্ন বিধি নিষেধ কার্যকর হবে।
‘টিকটক নাউ’ নামে স্বতন্ত্র অ্যাপের পাশাপাশি টিকটক অ্যাপেও ফিচারটি থাকছে। আপাতত বেশ কয়েকটি দেশের ব্যবহারকারীরা পরীক্ষামূলক সুবিধাটি ব্যবহার করতে পারছেন।