প্রযুক্তিবিজ্ঞান ও প্রযুক্তি
চীনে বন্ধ হলো গুগল ট্রান্সলেট!

এবার গুগল চীনে আরও একটি সেবা বন্ধ করে দিলো। গুগলের অন্যতম জনপ্রিয় সেবা হলো ‘গুগল ট্রান্সলেট’। সম্প্রতি টেক জায়ান্ট গুগল ঘোষণা দিয়েছে এই সেবা চীনে বন্ধ করে দেওয়ার।
গুগল গত এক দশকে চীনের বাজার হতে বেশিরভাগ সেবাই গুটিয়ে নিয়েছে। এর পূর্বে ২০১০ সালে সার্চ ইঞ্জিন সেবা গুটিয়েছে। আর এই বিষয়ে গত সোমবারের এক বিবৃতিতে গুগল জানায়, ‘ব্যবহার কম হওয়ায় আমরা চীনের মূল ভূখণ্ডে গুগল ট্রান্সলেট বন্ধ করে দিচ্ছি।’
আরও পড়ুন# মধুপল্লী – মাইকেল মধুসূদন দত্ত এর সাগরদাঁড়ি গ্রামের বাড়ি!
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে চীনের বাজারের সাথে গুগলের সুসম্পর্ক নেই ধরেই। তাই চীনের সরকার দেশটির বাজারে কার্যত ব্লক করে রেখেছে গুগল ম্যাপস এবং জিমেইল সেবা।