
গত রাতে পর্দা ওঠেছে ক্লাব ফুটবলের সবচেয়ে বড় প্রতিযোগিতা চ্যাম্পিয়নস লীগের। এই নিয়ে ৬৮ বার অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউরোপীয়ান সেরা ক্লাব নির্ধারণের এই প্রতিযোগিতা। রোমাঞ্চকর এই প্রতিযোগিতার ৪ গ্রুপের ১৬ টি দল গতকালই এবারের আসরে তাদের প্রথম ম্যাচ খেলেছে।
বাকি ১৬ টি দলের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে আজ রাতে। ইতোমধ্যেই দুইটি ম্যাচে র্যাঞ্জার্সকে ৪-০ গোলে হারিয়েছে আয়াক্স। এবং ফ্রাঙ্কফুটকে ৩-০ গোলে হারিয়েছে স্পোর্টিং সিপি।
আরও পড়ুন: মাঠে ফিরেছে চ্যাম্পিয়নস লীগ!
এই মুহূর্তে চ্যাম্পিয়নসলীগের উন্মাদনায় মাঠে খেলছে আরো ১২ টি দল। চলমান ছয়টি ম্যাচ হলো –
ইন্টার মিলান বনাম বায়ার্ন মিউনিখ,
বার্সেলোনা বনাম ভিক্টোরিয়া প্লিজেন,
অ্যাটলেটিকো মাদ্রিদ বনাম এফসি পোর্তো,
টটেনহাম হটস্পার বনাম অলিম্পিক মার্সেইলি,
লিভারপুল বনাম নাপোলি এবং
ক্লাব ব্রুজ বনাম বায়ার লেভারকুসেন।
আজকের ম্যাচগুলোর মধ্য দিয়ে সমাপ্ত হবে চ্যাম্পিয়নস লীগের গ্রুপ পর্বের প্রথম সপ্তাহের খেলা। পরবর্তী সপ্তাহে আবারও একই গ্রুপের দলগুলোর মধ্যে খেলা হবে। প্রত্যেকটি দলই নিজেদের গ্রুপে থাকা অন্য দলের সাথে দুই ক্যাচ খেলার সুযোগ পাবে। একটি ম্যাচ নিজেদের মাঠে এবং অন্যটি প্রতিপক্ষের মাঠে।