লাইফস্টাইলস্বাস্থ্য ও লাইফস্টাইল

ছেলেদের শরীরের যে অঙ্গগুলো মেয়েদের পছন্দ!

নারীদের যেমন পুরুষদের নিয়ে হাজার প্রশ্ন। ঠিক তেমনি পুরুষদেরও নারীদের নিয়ে অনেক প্রশ্ন। অনেক পুরুষই জানতে আগ্রহী যে, তার শরীরের কোন কোন অঙ্গগুলো একজন নারীর পছন্দ। আর এই বিষয়ে এবার গবেষণা করা হলো।

সম্প্রতি গবেষণায় প্রায় ১০০ জন মেয়েকে প্রশ্ন করা হয়, তারা পুরুষের কোন কোন অঙ্গগুলোকে সবচেয়ে বেশি পছন্দ করছেন। তাদের উত্তরে বেশ কিছু অঙ্গের নাম ওঠে আসে। তা হলো—

১| চওড়া কাঁধ:

অধিকাংশ নারীরাই জানান তারা পুরুষের চওড়া কাঁধকে বেশি পছন্দ করবন। তাদের মতে, চওড়া কাঁধের পুরুষেরা সুদর্শন ও বেশি কামুক হয়ে থাকে।

আরও পড়ুন# মানুষ কোন মাসে বেশি পরকীয়ায় জড়ায়?

২| চওড়া বক্ষ:

নারীদের কাছে চওড়া কাঁধের মতো চওড়া বক্ষ পছন্দ করেন। তবে জিমে গিয়ে করা চওড়া বা অস্বাভাবিক বক্ষ নয়। নারীরা মূলত প্রাকৃতিক ভাবে প্রাপ্ত চওড়া বক্ষের পুরুষদের বেশি পছন্দ করেন। তাদের এসব পুরুষের স্তনের গড়নও ভালো লাগে।

৩| আকর্ষণীয় পেশী:

নারীরা পেশীবহুল পুরুষকেও পছন্দ করেন। তবে, তা প্রাকৃতিক ভাবে পাওয়া পেশী হতে হবে। তাদের কাছে, পেশীবহুল পুরুষদের বেশি আর্কষণীয় লাগে যখন তারা টি-শার্ট পরে।

৪| সুমিষ্ট ঠোঁট:

ঠোঁট কেবল যে পুরুষের পছন্দ এমন নয়। ঠোঁট পুরুষ বা নারী উভয়ের আকর্ষণীয় হতে পারে। ছেলেদের মতো মেয়েরাও ঠোঁট পছন্দ করে। যে পুরুষের ঠোঁট যত আকর্ষণীয় সেই পুরুষকে নারীদের তত পছন্দ।

আরও পড়ুন# কোন পেশার নারীরা বেশি জড়ান পরকীয়ায়?

৫| স্বাস্থ্যকর হাত:

অনেক পুরুষই আছেন যাদের বয়সের তুলনায় হাতের স্বাস্থ্যের গড়ন ঠিকভাবে হয়নি। অর্থাৎ তাদের হাতগুলো অনেকটা অস্বাস্থ্যকর মনে হয়। নারীরা এমন হাত অপছন্দ করেন। তারা স্বাস্থ্যকর হাত বেশি পছন্দ করেন। যে হাতে অতিরিক্ত মেদ থাকবে না, আবার রোগাও হবে না।

৬| আকর্ষণীয় হিপ:

মেয়েদের হিপের মতো ছেলেদের হিপের সৌন্দর্য থাকাও উচিত। হিপের স্বাস্থ্য বেশি কমও না আবার বেশি মেদযুক্তও না এমন ধরনের হিপ নারীরা পছন্দ করে থাকেন। আর পুরুষদের অঙ্গের মাঝে হিপকেও অনেক বেশি প্রাধান্য দিয়ে থাকেন নারীরা।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।