আন্তর্জাতিকসন্দেশ

ছেলেদের সাথে কথা বলায় আপন মেয়েকে খালে ফেলে দিয়ে হ’ত্যা!

ছেলেদের সাথে বেশি কথা বলা এবং অশালীন আচরণের কারণে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে খালে ফেলে দিয়ে হ’ত্যা করেছে তার বাবা ও মা।

সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে ভারতের উত্তর প্রদেশ রাজ্যে৷ জানা যায়, ওই ছাত্রী তিন দিন ধরে স্কুলে না আসায় এক ছাত্র পুলিশের কাছে অভিযোগ জানায় এবং সেই অভিযোগের ভিত্তিতে ছাত্রীর বাবা ও মা কে আটক করে পুলিশ।

ইতোমধ্যে ছাত্রীর বাবা মা নিজের মেয়েকে হ’ত্যার বিষয়টি স্বীকার করেছেন এবং তারা অভিযোগ করেন, তাদের মেয়ে ছেলেদের সাথে বেশি কথা বলতো এবং অশালীন অঙ্গভঙ্গি করত। আর এইজন্যই তারা মেয়েকে খু’ন করার এমন পথ অবলম্বন করে। তবে এখনো মেয়ে শিশুটির ম’রদেহ উদ্ধার করা সম্ভব হয়নি।

আরও পড়ুন# ইরানে মৃত্যুদণ্ড দিলো দুই সমকামীকে!

ভারতের উত্তর প্রদেশ রাজ্যের এই ঘটনার তদন্তকারী পুলিশ কর্মকর্তা কেশভ কুমান জানান, গত বৃহস্পতিবার এই স্বামী-স্ত্রী তাদের মেয়ে নিঁখোজ হওয়ার বিষয়ে পুলিশকে জানায়। তারা জানিয়েছিল, তাদের মেয়ে পঞ্চম শ্রেণিতে পড়ে।

এরপর পুলিশের তদন্তে বের হয়ে আসে, আদতে তারাই তাদের মেয়েকে খালে ফেলে দিয়ে মে’রে ফেলে। এখনও শিশুটির ম’রদেহ উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।