
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রধান ফটকের সামনে বাসের ধাক্কায় একজন রিকশা আরোহী নি’হত হয়েছেন। আজ রবিবার (১৮ সেপ্টেম্বর) সকালের দিকে এ ঘটনা ঘটে। নি’হতের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।
দুর্ঘটনায় আহত দুই জনের মধ্যে একজন রিকশাচালক। আরেকজনের নাম আকাশ দাশ। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিচ্ছন্নতাকর্মী। সূত্রাপুর থানার ডিউটি অফিসার মো. হাসান মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন# দ্রুত টিকা গ্রহণ করুন, অক্টোবরের পর টিকা নাও পেতে পারেন: স্বাস্থ্যমন্ত্রী
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সাভার পরিবহনের একটি বাস রিকশায় ধাক্কা দেয়। এতে রিকশার যাত্রী ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত রিকশাচালককে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নেওয়া হয়। এই ঘটনায় আহত আকাশকে পার্শ্ববর্তী ন্যাশনাল মেডিক্যালে চিকিৎসার দেওয়া হয়। তার মাথার পেছনে ছয়টি সেলাই দেওয়া হয়েছে। তিনি পিঠে ও ঘাড়ে আঘাত পেয়েছেন।
ধাক্কা দেওয়ার পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী মার্কেটেও ধাক্কা দেয়। এর ফলে মার্কেটের ফটক ও একটি দোকান ভেঙে যায়। এছাড়াও রাস্তার পাশে থাকা ট্রাফিক পুলিশের সাইনবোর্ডও ভেঙে যায়। এতে বেশ কিছুক্ষণ রাস্তাটি বন্ধ ছিল। পরে পুলিশ এসে বাসটি জব্দ করে থানায় নিয়ে যায়।
স্যার সলিমুল্লাহ মেডিক্যালের ওয়ার্ড মাস্টার সাজ্জাদ মিয়া জানান, নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। লা’শ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
সূত্রাপুর থানার কর্তব্যরত কর্মকর্তা হাসান মিয়া বলেন, ‘রিকশা আরোহী ঘটনাস্থলেই মারা গেছেন। তাকে মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়েছিল। আমরা বাসটি থানায় এনেছি। তবে চালক ও হেল্পার পলাতক রয়েছে।’