আন্তর্জাতিকসন্দেশ

জনগণের টাকায় শিনজো আবের শেষকৃত্য, প্রতিবাদে গায়ে আগুন দিলো যুবক!

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের শেষকৃত্য জনগণের টাকায় করার প্রতিবাদে নিজের গায়ে আগুন ধরিয়ে দিয়েছেন এক ব্যক্তি। জাপানের প্রধানমন্ত্রীর দপ্তরের সামনে আত্মহ’ত্যা’র চেষ্টা করলেন ওই যুবক।

এদিকে ২৭ সেপ্টেম্বর শিনজো আবের শেষকৃত্যে শতাধিক বিদেশি বিশিষ্ট ব্যক্তি উপস্থিত হবেন বলে আশা করা হচ্ছে। এর আগে স্থানীয় সময় বুধবার প্রত্যক্ষদর্শীরা পুলিশের কাছে ফোন করে জানান, এক ব্যক্তি টোকিওতে প্রধানমন্ত্রীর দপ্তরের সামনে গায়ে আগুন ধরিয়ে দিয়েছেন।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সরকারি কর্মকর্তারা ওই ব্যক্তির শরীরে জ্বলতে থাকা আগুন নিভিয়ে ফেলেন। এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুন# অটোচালক থেকে দেশসেরা কৌতুকাভিনেতা, মারা গেলেন রাজু শ্রীবাস্তব!

গায়ে আগুন লাগানোর কিছুক্ষণের মধ্যেই অজ্ঞান হয়ে পড়েন ওই ব্যক্তি। হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তিনি অচেতন অবস্থাতেই ছিলেন।

এ ব্যাপারে অবশ্য জাপানের পুলিশ এবং প্রধানমন্ত্রীর দপ্তর থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে আগুন নেভানোর চেষ্টা করতে গিয়ে একজন পুলিশ কর্মকর্তাও আহত হয়েছেন বলে জানা গেছে।

গায়ে আগুন দেওয়া ব্যক্তির পাশ থেকেই একটি চিরকুট পাওয়া গেছে। তা থেকে জানা গেছে, গুলিতে নি’হ’ত জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার বিরুদ্ধে ছিলেন তিনি। পুলিশকেও ওই ব্যক্তি একই কথা জানিয়েছিলেন।

উল্লেখ্য, গত ৮ জুলাই প্রকাশ্য জনসভায় আততায়ীর হাতে গুলিবিদ্ধ হয়ে নি’হ’ত হন শিনজো আবে। জনগণের কাছ থেকে অনুদান নিয়ে আগামী ২৭ সেপ্টেম্বর তার রাষ্ট্রীয় শেষকৃত্য করা হবে বলে জানানো হয়েছে। সেই সিদ্ধান্তের বিরোধিতা করতে গিয়েই আত্মহ’ত্যার চেষ্টা করেছেন ওই ব্যক্তি।

সূত্র : বিবিসি

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।