খবরবিনোদন জগৎ

জনপ্রিয় অভিনেত্রী ইশিতার মা মারা গেছেন!

জনপ্রিয় অভিনেত্রী রুমানা রশীদ ঈশিতার মা জাহানারা খান নদী মৃত্যুবরণ করেছেন। আজ সোমবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে তিনি মারা যান। এই সংবাদটি নিশ্চিত করেছেন ঈশিতার ঘনিষ্ঠজন, গণমাধ্যমকর্মী রুম্মান রশীদ খান।

তিনি জানান, গত সাড়ে তিন বছর যাবত মরণব্যাধি ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন ঈশিতার মা। কিন্তু জীবনের সেই লড়াইয়ে বেঁচে আর ফিরতে পারেননি। ক্যানসারের স্টেজ-৪ থেকে চলে গেলেন আজ তিনি পৃথিবী ছেড়ে।

জানা গেছে, উত্তরার বাসা থেকে মায়ের মরদেহ গ্রামের বাড়ি সাভারে নিয়ে যাচ্ছেন ঈশিতা। সেখানেই জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে তাকে।

আরও পড়ুন# ইসলামের জন্য অভিনয় ছাড়লেন ভোজপুরি অভিনেত্রী!

ঈশিতা শোবিজে কখনও ঠিক নিয়মিতভাবে কিংবা অত্যন্ত ব্যস্তভাবে কাজ করেননি। তিনি সবসময় বেছে বেছে ও সময় নিয়ে করেছেন। কিন্তু মা জাহানারার অসুস্থতার পর থেকে তা থেকেও বিরতি নিয়েছিলেন এই অভিনেত্রী। সারাক্ষণ তিনি ভয়ে থাকতেন, কাজ করতে গিয়ে সেই ফাঁকে যদি মাকে হারিয়ে ফেলেন! এই কারণে অনেক ভালো ভালো প্রস্তাবও ফিরিয়ে দিয়েছিলেন ঈশিতা। কিন্তু মাকে তিনি হারিয়েই ফেললেন!

উল্লেখ্য, মাত্র তিন বছর বয়সে টেলিভিশনে অভিষেক হওয়া ঈশিতা ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতার মাধ্যমে তার পথচলা শুরু করেছিলেন এই জগতে। পরবর্তীতে প্রাপ্তবয়স্ক হয়ে টিভি নাটকে কাজ শুরু করেন। শুধু অভিনয় নয়, ঈশিতা গায়িকা হিসেবেও মুগ্ধতা ছড়িয়েছেন। এ পর্যন্ত তার সাতটি গানের অ্যালবাম প্রকাশিত হয়েছে।

তার এই পথচলায় মা জাহানারা সবসময় পাশে ছিলেন তার। তাই মাকে হারিয়ে শোকে বিহ্বল এই অভিনেত্রী।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।