জাপানে আবিষ্কার হলো দাঁড়িয়ে ঘুমানোর যন্ত্র!

বিশ্বের অন্যান্য দেশের তুলনায় জাপানে অফিসে কাজ করার প্রক্রিয়া কিছুটা কঠিন। ওখানে অনেক কর্মচারীই নির্ধারিত সময়ের বাইরে গিয়ে ওভারটাইম করতে বাধ্য হন।
দেখা যায়, প্রায় এক চতুর্থাংশ সংস্থাতেই কর্মচারীদের প্রতি মাসে গড়ে ৮০ ঘণ্টার বেশি ওভারটাইম কাজ করতে হয়। ফলে ঘুমানোর জন্য তাদের পর্যাপ্ত সময় বা জায়গা থাকে না। আর এই সমস্যা দূর করতে বিভিন্ন জাপানি অফিস তাদের অফিসে বসাচ্ছে ‘ঘুম—বাক্স’। ইতোকি নামক এক জাপানি সংস্থা এই যন্ত্রটি আবিষ্কার করেছে।
জানা যায়, আবিষ্কৃত ঘুম-বাক্স যন্ত্রের ভেতর ঢুকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমিয়ে নেওয়া যাবে। এটি দেখতে অনেকটা খাড়া করা বৃহৎ ক্যাপসুলের মতো এবং এর রয়েছে একটি দরজা ও চারটি পায়া। যন্ত্রটির নাম রাখা হয়েছে ‘ন্যাপ-বক্স’।
ইতোকি সংস্থাটি দাবি করছে— জাপানে অফিসে কাজ করার পদ্ধতি অত্যন্ত কড়া। প্রায় এক চতুর্থাংশ সংস্থাতেই কর্মচারীদের প্রতি মাসে গড়ে ৮০ ঘণ্টার বেশি ওভারটাইম কাজ করতে হয়। তাদের ঘুমের সমস্যা দূর করবে ‘ঘুম-বাক্স’। তবে উৎপাদক সংস্থাটি যাই বলুক না কেন নেটাগরিকদের একাংশ কিন্তু এই যুক্তি মানতে নারাজ।
এই বিষয়ে অনেকেই বলছেন— এই রকমের ব্যবস্থা হলে তা কর্মচারীদের জন্য আরও কষ্টের। কারও কারো মতে এটি পুঁজিবাদের জয়।