এই তো অল্প কিছুদিন আগেই কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালের মেয়েদের হারিয়ে শিরোপা জিতলেন সাবিনা খাতুনরা। সেই একই মাঠে একই দেশের বিপক্ষে একেবারেই পাত্তা পায়নি বাংলাদেশ পুরুষ ফুটবল দল। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে নেপালের বিপক্ষে জামালরা হেরেছেন ৩-১ গোলের ব্যবধানে।
দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে আজ মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) স্বাগতিকদের হয়ে হ্যাটট্রিক করেন অঞ্জন বিস্তা। অপরদিকে বাংলাদেশের হয়ে একটি গোল শোধ করেন সাজ্জাদ হোসেন।
আন্তর্জাতিক প্রীতি ম্যাচের শুরুটা অবশ্য ভালোভাবেই করেছিল বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে ফিফা র্যাঙ্কিংয়ে ১৮ ধাপ এগিয়ে থাকা কম্বোডিয়াকে ১-০ গোলের ব্যবধানে হারিয়েছিল জামালরা। কিন্তু পরের ম্যাচেই আবার ছন্নছাড়া তারা।
ম্যাচের শুরুতে অবশ্য সমান তালে লড়াই চালিয়ে গিয়েছিল বাংলাদেশ। ম্যাচের ১৬ মিনিটেই জামাল ভূঁইয়ার নেয়া ফ্রি কিক ক্রসবারে লেগে ফিরে আসায় গোল বঞ্চিত হয় বাংলাদেশ। তার দুই মিনিট পরই এগিয়ে যায় নেপাল। বিমল ঘারতি মাগারের ফ্রি কিকে জটলার ভেতর থেকে হেডে লক্ষ্যভেদ করেন অঞ্জন বিস্তা।
আরও পড়ুন: খেলার ফলাফল না মানায় ট্রফি ভাঙচুর করলেন ইউএনও!
সমতায় ফেরার আপ্রাণ চেষ্টা করলেও নেপাল গোলরক্ষক কিরণ কুমার লিম্বু নৈপুণ্যের সাথে বারবার ফিরিয়ে দিচ্ছিলেন বাংলাদেশের আক্রমণ। ২৭ মিনিটে স্বাগতিকদের ব্যবধান দ্বিগুণ করেন অঞ্জন। বাংলাদেশের গোলরক্ষক আনিসুর রহমান জিকো প্রথম শট প্রতিহত করলেও অঞ্জনের ফিরতি শট আর আটকাতে পারেননি। ২-০ গোলে পিছিয়ে পড়ে ম্যাচ থেকে তখনই অনেকটা ছিটকে যায় জামালরা।
৩৮ মিনিটে বাংলাদেশের জালে আরও একবার বল জড়ান অঞ্জন। সতীর্থের ক্রসে হেডে জিকোকে পরাস্ত করে ব্যক্তিগত হ্যাটট্রিক তুলে নেন নেপালের আজকের ম্যাচের হিরো।
বিরতির পর বেশ কয়েকবার আক্রমণ করেও একটির বেশি সফলতা পায়নি বাংলাদেশ। ম্যাচের ৫৫ মিনিটে দলকে একমাত্র গোলটি এনে দেন সাজ্জাদ হোসেন। নেপালের রক্ষণভাগের খেলোয়াড়রা আক্রমণে আসা রাকিবের শট ক্লিয়ার করার চেষ্টা করলেও বল চলে যায় গোলবারের সামনে থাকা সাজ্জাদের কাছে। হেডের সাহায্যে বল জালে জড়ান তিনি।
শেষ পর্যন্ত আরও অনেকবার চেষ্টা করেও প্রতিপক্ষের জালে আর কোনো বল জড়াতে পারেনি বাংলাদেশ। ৩-১ গোলের ব্যবধানে হার নিয়েই মাঠ ছাড়তে হয় হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যদের।