জার্মানিতে হঠাৎ বেড়েছে জ্বালানী তেলের দাম!

ইউরোপের দেশ জার্মানিতে হঠাৎ করেই বেড়েছে জ্বালানী তেলের দাম। আগস্টের শেষ সপ্তাহে যেখানে প্রতি লিটার জ্বালানী তেল বিক্রি হচ্ছিলো ১.৭৫ ইউরোতে। সেখানে সেপ্টেম্বরের শুরুর দিন দাম বেড়ে গিয়ে দাঁড়িয়েছে ২.২৫ ইউরোতে। হঠাৎ এ দাম বৃদ্ধির কারণ হিসেবে সবাই রাশিয়া ইউক্রেন সংঘাতকে দায়ী করেছেন।
ইউরোপের জ্বালানী বিশেষজ্ঞরা জানিয়েছেন, জার্মান সরকার এতদিন জ্বালানী খাতে প্রচুর ভর্তুকি দিয়ে আসছিল। কিন্তু বর্তমানে ভর্তুকির পরিমাণ কিছুটা কমিয়ে দেওয়ায় হঠাৎ বেড়েছে এই দাম। যার ফলে জার্মানির নিম্ন আয়ের মানুষদের জীবনযাত্রায় বেশ প্রভাব পড়েছে। এছাড়াও জার্মানিতে মুদ্রাস্ফীতিও কিছুটা বেড়েছে। যে কারণে নিত্যপ্রয়োজনীয় প্রায় সব পণ্যেরই দাম বেড়েছে আগের তুলনায়।
আরও পড়ুন# কমিউনিটি গ্রুপগুলোকে ৪০ হাজার ডলার করে দেবে ফেসবুক!
উল্লেখ্য, রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে জ্বালানী তেলের মূল্য উত্তরোত্তর বৃদ্ধি পেলেও গত মাসে কমে আসে জ্বালানী তেলের বাজার দর। কিন্তু সরকারি ভর্তুকির পরিমাণ কমে যাওয়ায় আবারও দর বৃদ্ধি হলো ইউরোপের এই ধনী দেশটিতে।
জ্বিশেষজ্ঞরা ধারণা করছেন, রাশিয়া ইউক্রেন সংঘাত না থামলে ইউরোপের পরিস্থিতি ও বাজার দর পুরোপুরি স্থিতিশীল হবে না। তাই তারা যুদ্ধ থামিয়ে শান্তির আহ্বান জানিয়েছেন। এদিকে জ্বালানী তেলের দাম বেড়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ জার্মানরা।