লাইফস্টাইলস্বাস্থ্য ও লাইফস্টাইল

জেন্ডার ফ্লুইড ফ্যাশন, শাড়িতে পুরুষ!

জেন্ডার ফ্লুইড ফ্যাশন বা অ্যান্ড্রোজিনাস ফ্যাশন বর্তমানে বেশ জনপ্রিয় হয়ে ওঠেছে। এই ফ্যাশন মানে যে পোশাক পরার সময় লিঙ্গ বৈষম্য করা হয় না। অর্থাৎ, নারী নাকি পুরুষ সেই অনুসারে পোষাক নির্ধারণ বা নির্বাচন করা হয় না। একজন মেয়ে যেমন শার্ট প্যান্ট পরতে পারে, তেমনি একজন পুরুষ নিজেকে শাড়িতে সাজাতে পারে।

এই অ্যান্ড্রোজিনাস ফ্যাশন নিয়ে এখন চর্চা বেড়েই চলছে। সেই বার্তা যেন দিচ্ছে ভারতের রাজকুমারী কোকোর বেশ কিছু ছবি। কোকো সোশ্যাল মিডিয়ায় বেশ পরিচিত মুখ। সে নিজের মনের মতো সাজতে বেশ স্বাছন্দ্যবোধ করেন। তিনি পেশায় একজন মেকাপ আর্টিস্ট। নেট দুনিয়ায় তার স্টাইলিং ও মজাদার ভিডিয়ো সবসময় হট টপিক। তিনি নিজেকে কলকাতার রাজকুমারী বলতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন।

আরও পড়ুন# হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন কীভাবে শেয়ার করবেন?

কোকোর মতে— স্টাইলিং একটা চয়েস। ফ্যাশনও একটা চয়েস। ড্রেসিং স্বাধীনতা। নিজের ইচ্ছে মতো পোশাক পরার জন্য আমাদের বারবার এটা ভাবার দরকার নেই যে, আমি নারী না পুরুষ।

তিনি বারবার শাড়িতে নিজেকে মেলে ধরেছেন এবং তার মেকআপের রয়েছে দারুণ প্রশংসা। তিনি তাঁর ড্রেসিং ও স্টাইলিংয়ের জন্যও প্রশংসা কুড়িয়েছেন। বরাবরই তার লুক জনপ্রিয়তা পেয়েছে।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।