খবরবিনোদন জগৎ

জোভান-পূজার অন্তরঙ্গ ছবি ভাইরাল!

একটি ওয়েব ফিল্মের শুটিং করতে সম্প্রতি থাইল্যান্ড গেছেন ঢালিউড চিত্রনায়িকা পূজা চেরী। এই ওয়েব ফিল্মে তার বিপরীতে অভিনয় করছেন ছোটো পর্দার অভিনেতা জোভান। গত রবিবার (৪ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে পূজা ও জোভানের বেশ কিছু ছবি ছড়িয়ে পড়ে। যে ছবিগুলো অভিনয় শিল্পী জোভান ও পূজাকে অন্তরঙ্গ অবস্থায় দেখা যায় এবং মুহুর্তেই ভাইরাল হয় সে ছবি। এই নিয়ে অনেক নেটিজনরা ধারণা করছেন, চুটিয়ে প্রেম করছেন এই দুই অভিনেতা-অভিনেত্রী।

এই বিষয়ে পূজা জানান, মানুষ যা ভাবছে তা নয় এবং তিনি বলেন, ‘এটা ওয়েব ফিল্মের শুটিংয়ের একটি দৃশ্য। অন্যকিছু নয়। দর্শকরা ওয়েব ফিল্মটি দেখলেই বুঝতে পারবেন।’

আরও পড়ুন# মারা গেছেন অভিনেতা আনিসুর রহমান মিলনের স্ত্রী!

পূজা ও জোভানের শুটিং করা ওয়েব ফিল্মের নাম ‘পরী’। যেটি পরিচালনা করছেন নাট্য নির্মাতা মাহমুদুর রহমান হিমি এবং এই ওয়েব ফিল্মটি নির্মিত হয়েছে নারী পাচারের গল্পকে উপজীব্য করে।

এই ওয়েব ফিল্মটিতে পূজাকে দেখা যাবে, বাংলাদেশ থেকে ব্যাংককে পাচার করা আনা হয়েছে। কিন্তু সে বুদ্ধি ও কৌশলে দেশে ফিরতে চায়। এছাড়াও এই ফিল্মের শুটিং কেবল ব্যাংককে নয়, হচ্ছে দেশের নানা স্থানে।

উল্লেখ্য, সর্বশেষ পূজা চেরী অভিনীত সিনেমা ছিল ‘সাইকো’। যে সিনেমায় পূজার বিপরীতে অভিনয় করেছেন রোশান। এছাড়াও মুক্তির অপেক্ষায় রয়েছে পূজার নতুন সিনেমা ‘হৃদিতা’

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।