জোয়ারের পানিতে তলিয়ে গিয়েছিল বর-কনের বাড়ি। তাই বলে কি আর বিয়ে আটকে থাকবে? শেষে বিয়ে হলো স্থানীয় একটি মাদ্রাসায়। এমনই ঘটনা ঘটেছে বরিশালের বাবুগঞ্জে।
দুবাইপ্রবাসী রাকিব হাওলাদারের বিয়ের দিন-তারিখ ঠিক হয়েছিল আগেই। কিন্তু নিম্নচাপ বাগড়া দিয়ে বসে বিয়েতে। জোয়ারের পানিতে তলিয়ে যায় তাদের বাড়ি। তলিয়ে যায় পাত্রীর বাড়িও। ফলে পাশের একটি মাদরাসায় বিয়ের আয়োজন করেন তাদের স্বজনরা।
বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের বকশিরচর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও স্বজনরা জানান, প্রতিবেশী আনোয়ার হোসেনের মেয়ে ফাতিমা আক্তারের সঙ্গে বিয়ে ঠিক হয় রাকিব হাওলাদারের। জোয়ারের পানির কারণে বকশিরচর এলাকার যাতায়াতের পথসহ বেশিরভাগ এলাকা পানির নিচে তলিয়ে যায়। তবে বৃষ্টি বা জোয়ারের পানি কোনো কিছুই বাধা হয়ে দাঁড়াতে পারেনি রাকিব-ফাতিমার বিয়ের আনুষ্ঠানিকতায়।
হাঁটু সমান পানি ভেঙে অতিথিরা আসেন বিয়ের অনুষ্ঠানে। তবে বিপাকে পড়েন বরযাত্রীরা। বাধ্য হয়ে পানিতে তলিয়ে যাওয়া রাস্তা দিয়ে বর-কনেকে ভ্যানে করে নিয়ে যেতে হয়।
আরও পড়ুন# ফরিদপুরে কিশোরীকে গণধ’র্ষণ, প্রধান আসামি গ্রেফতার!
কনের বাবা আনোয়ার হোসেন বলেন, ফাতিমা আমার আদরের ছোট মেয়ে। ধুমধাম করে বিয়ের আয়োজন করা হয়েছিল। আমরা অনেক আশা নিয়ে প্রস্তুতি নিয়েছিলাম। আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীসহ তিন শতাধিক অতিথিকে নিমন্ত্রণ করা হয়েছিল। কিন্তু বাঁধ সাধে বৃষ্টি-জোয়ারের পানি। পানিতে তলিয়ে ছিল আমার বাড়ির উঠানসহ আশপাশের এলাকা। তাই পাশের চাঁদপাশা মহিলা দাখিল মাদরাসায় অতিথি আপ্যায়নের ব্যবস্থা করি।
তিনি আরও বলেন, বকশিরচর এলাকাটা নিচু। বর্ষা মৌসুমে জোয়ারের পানি বেশি বেড়ে গেলে যাতায়াতের পথসহ বেশিরভাগ এলাকা তলিয়ে যায়। বন্ধ হয়ে যায় যান চলাচল। এ কারণে এ এলাকার মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
বরের বাবা কালাম হাওলাদার বলেন, রাকিব আমার বড়ো ছেলে। গায়ে হলুদসহ বিয়ের অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ আয়োজনে করার জন্য আত্মীয়-স্বজনরা বলে রেখেছিল। কিন্তু জোয়ারের পানি বেড়ে যাওয়ায় ও কয়েক দিনের বৃষ্টি সবকিছুতেই ব্যাঘাত ঘটালো। তবে শেষ পর্যন্ত বিয়ের আনুষ্ঠানিকতা কোনো সমস্যা ছাড়াই সম্পন্ন হয়েছে। সবাই আমার ছেলের জন্যে দোয়া করবেন।