অর্থনীতিজাতীয়ব্যবসা-বাণিজ্যসন্দেশসংবাদ

জ্বালানি তেলের দাম কমানোর সুযোগ নেই: নসরুল হামিদ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন, আপাতত জ্বালানি তেলের দাম কমানোর কোনো সুযোগ নেই।

আজ শুক্রবার [৭ অক্টোবর] নিজের বাসভবনে গণমাধ্যমকর্মীদের সাথে আলাপের সময় তাদের প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি।

এছাড়া প্রতিমন্ত্রী আরও বলেন, ‘বিশ্ব পরিস্থিতির কারণে স্থানীয় বাজারে জ্বালানি তেলের দাম কমার সুযোগ নেই। তাই জ্বালানি পরিস্থিতি নিয়ে আপাতত আশাবাদী হওয়ার সুযোগ কম!’

তবে, দেশে লোডশেডিং আগের চেয়ে কমেছে বলে দাবি করেছেন তিনি।

আরও পড়ুন# নোয়াখালীতে ২ মণ ইলিশ জব্দ, এতিমখানায় বিতরণ!

জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং লোডশেডিংয়ের কারণে উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে উল্লেখ করে গত বুধবার ডিজেলের দাম কমানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে চিঠি দিয়েছিল বিজিএমইএ।

উল্লেখ্য, এর আগে গত ৫ আগস্ট জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছিল সরকার। সে অনুযায়ী ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ৩৪ টাকা বাড়িয়ে ১১৪ টাকা এবং অকটেনের দাম লিটারে ৪৬ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা এবং পেট্রলের দাম লিটারে ৪৪ টাকা বাড়িয়ে ১৩০ টাকা করা হয়।

২৪ দিন পর ২৯ আগস্ট সব ধরনের তেলের দাম লিটারে মাত্র ৫ টাকা কমানোর ঘোষণা দেয় সরকার।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।