খবরবিনোদন জগৎ

জ্যাকুলিন-নোরাকে জিজ্ঞাসাবাদ করায় ফাঁসলো আরও চারজন!

জ্যাকুলিন ও নোরাকে জিজ্ঞাসাবাদ করায় ফাঁসলো আরও চার অভিনেত্রী। প্রায় ২০০ কোটি রুপির অর্থ আত্মসাৎ এর মামলায় বর্তমানে জেইলে আছেন সুকেশ চন্দ্রশেখর। এই মামলায় আরো আগেই জড়িয়েছে বলিউড অভিনেত্রীদের নামও। জ্যাকুলিন ও নোরা ফাতেহিকে এই মামলার জন্য একাধিক বার জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। এই বিষয়ে দিল্লি পুলিশের ইকোনমিক উইং (ইওডব্লিউ) গতকাল বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) আবারো জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিলো বলিউড অভিনেত্রী নোরা ফাতেহিকে।

গত বুধবার একই মামলার জন্য টানা ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল আরেক বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজকে। এ ছাড়াও আরও জেরা করা হয় পিঙ্কি ইরানি নামক একজনকে। জানা যায় পিঙ্কিই সুকেশের সঙ্গে নোরা ফাতেহীর পরিচয় করিয়ে দিয়েছিলেন।

আরও পড়ুন# জন্মদিনে গায়ক তৌফিকের ‘আত্মহনন’ চমক!

এবার নিকিতা তাম্বোলি, চাহত খান্না, সোফিয়া সিং ও আরুষা পাতিল নামের চার জন উঠতি অভিনেত্রী ও মডেলের ব্যাপারে খোঁজ পেয়েছে দিল্লি পুলিশ, তারা সবাই নাকি জেলে বন্দী চন্দ্রশেখরের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিহারের জেলে। এদিকে জ্যাকুলিন ও নোরাকে জিজ্ঞাসাবাদের ফলেও সুকেশের সঙ্গে এই মডেলদের যুক্ত থাকার প্রমাণ মিলেছে বলে পুলিশের দেওয়া তথ্য মতে ভারতীয় সংবাদমাধ্যমগুলো দাবি করেছে।

সুকেশের সহকারী পিঙ্কি ইরানির বদৌলতেই জ্যাকুলিন ও নোরা ফাতেহির সাথে পরিচয় হয়েছিলো সুকেশের। আরও জানা গেছে এই পিঙ্কিই বিগ বস খ্যাত নিকিতা তাম্বোলি, উঠতি অভিনেত্রী চাহাত খান্না, সোফিয়া সিং ও আরুশা পাতিলের সাথেও সুকেশের পরিচয় করিয়ে দিয়েছিলেন। জ্যাকুলিন ও নোরার মতন এরাও সুকেশের কাছ থেকে দামি উপহার উপভোগ করেছেন।

এর আগে গত ২ সেপ্টেম্বরও এই মামলার জন্য দিল্লি পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিল নোরা ফাতেহীকে। এবার তার দেওয়া পুরনো জবানবন্দির সঙ্গে আজকের জবানবন্দি  মিলিয়ে দেখা হবে। দিল্লি পুলিশের এক বড় কর্মকর্তা জানিয়েছেন, নোরাকে আগেও জেরা করা হয়েছিল। কিন্তু কিছু প্রশ্নের স্পষ্ট জবাব পাওয়া যায়নি এখনো। তাই আবারও তাকে প্রশ্ন করার প্রয়োজন পড়ছে। পিঙ্কির বক্তব্যেও বেশ কিছু অস্পষ্ট ব্যাপার ছিল। এই জন্যই নোরা ফাতেহি ও পিঙ্কিকে মুখোমুখি বসিয়ে প্রশ্ন করা প্রয়োজন। পুলিশের ধারণা, এই পুরো ঘটনায় গুরুত্ববহ ভূমিকা পালন করছে এই পিঙ্কিই।

 

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।