বিজ্ঞানবিজ্ঞান ও প্রযুক্তি

জ্যোতির্বিজ্ঞানীরা খুঁজে পেলেন পৃথিবীর মতো এক জোড়া গ্রহ!

সম্প্রতি বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা খুঁজে পেলেন, এমনই দুইটি গ্রহের, যা দেখতে অবিকল পৃথিবীর মতো, কেবল আয়তনে কয়েক গুণ বড়। এই গ্রহগুলো পৃথিবী হতে প্রায় ১০০ আলোকবর্ষ দূরে আছে এবং গ্রহ দুইটির মধ্যে একটিতে প্রাণের অস্তিত্ব থাকার সম্ভাবনাও রয়েছে।

এই গ্রহ দুইটির নাম দেওয়া হয়েছে এলপি ৮৯০-৯বি এবং এলপি ৮৯০-৯সি। এই গ্রহ দুইটি মূলত এলপি ৮৯০-৯ নামক একটি নক্ষত্রের চারদিকে ঘুরছে। ইংল্যান্ডের বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা নাসার ‘ট্রানসিটিং এক্সোপ্ল্যানেট সার্ভে স্যাটেলাইট’ বা ‘টেস’ নামের একটি কৃত্রিম উপগ্রহ থেকে প্রাপ্ত তথ্যের উপর কাজ করতে করতে গ্রহগুলো খুঁজে পেয়েছেন।

আরও পড়ুন# আবিষ্কার হলো ১৮ লাখ বছর আগেকার মানুষের দাঁত!

সাধারণ যখন নতুন কোনো গ্রহের সন্ধান পাওয়া যায়, তখন বিজ্ঞানীরা কেন্দ্রীয় নক্ষত্র হতে সেই গ্রহ কতটা দূরে আছে তা মেপে দেখেন। এরপর, বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে সেটির আকার, ঘূর্ণন গতি ও তাপমাত্রার মতো বিভিন্ন বিষয় বিশ্লেষণ করে দেখেন। আর এসব থেকেই ধারণা করা হয়, আদতে গ্রহটিতে প্রাণ তৈরি হওয়ার মতো পরিবেশ রয়েছে কি না।

জানা যায়, এই এলপি ৮৯০-৯বি নামের গ্রহটি পৃথিবীর তুলনায় ৩০ শতাংশ বড়ো এবং নিজের কক্ষপথ পরিক্রমায় গ্রহটির সময় লাগে পৃথিবীর হিসাবে ২.৭ দিন। অন্যদিকে, এলপি ৮৯০-৯সি নামের গ্রহটি পৃথিবীর তুলনায় ৪০ শতাংশ বড়। নিজের কক্ষপথে এক বার ঘুরে আসতে এই গ্রহটির সময় লাগে ৮.৫ দিন। এর মধ্যে দ্বিতীয় গ্রহটিতেই প্রাণের অস্তিত্ব থাকার মতো পরিবেশ থাকতে পারে বলে ধারণা করছেন বিজ্ঞানীদের।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।